টুকরো খবর
সিরিয়ায় টিভি চ্যানেলে হামলা, হত সাত
ছবি: রয়টার্স।
সরকার-পন্থী এক টিভি চ্যানেলের অফিসে আজ ভোরে বিরোধীদের হামলায় নিহত হয়েছেন সাত জন কর্মচারী। গত কাল নিজের এত দিনের অবস্থান বদলে দেশের পরিস্থিতিকে ‘যুদ্ধ’ বলে বর্ণনা করেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পরই আজকের এই আক্রমণ। পাশাপাশি এ দিন অন্য দুটি সংঘর্ষে সিরিয়ায় নিহত হয়েছেন আরও ১৭ জন। রাজধানী দামাস্কাসের ২০ কিলোমিটার দক্ষিণে দ্রৌশা শহরে আল-ইখবারিয়া টিভি চ্যানেলের প্রধান দফতর। সিরিয়ায় গত ১৫ মাস ধরে চলা বিক্ষোভে বরাবরই আসাদের পদক্ষেপের সমর্থন করে এসেছে তারা। আগেও আসাদ-পন্থী সাংবাদিকদের নানা সময়ে নিশানা করেছিল বিরোধীরা। তবে টিভি চ্যানেলের অফিসে হামলার ঘটনা এই প্রথম। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, অফিসের বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সঙ্গেই গুলিও চালানো হয়। আক্রমণের কিছু ক্ষণের মধ্যেই তাদের অফিসের ছবি সরাসরি সম্প্রচার করে চ্যানেলটি। দেখা যায়, অফিস-বাড়ির একটা অংশ ভেঙে পড়েছে, দেওয়ালে একাধিক জায়গায় গুলির দাগ। মেঝে ভেসে যাচ্ছে রক্তে। সাংবাদিকদের সংগঠন ‘রিপোটার্স উইদাউট বর্ডাসর্’ এই ঘটনায় রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দলের হস্তক্ষেপ দাবি করেছে। অন্য দিকে দেইর ইজোর ও ইডলিব প্রদেশে আজ সংঘর্ষে নিহত হয়েছেন পনেরো জন সেনা এবং দুই নাগরিক। ব্রিটেনের পর্যবেক্ষক দল জানিয়েছে, গত কাল সারা দেশে নিহতের সংখ্যা ছিল ১৩৫ জন।

জারদারিকে রাজনীতি থেকে দূরে থাকতে বলল আদালত
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। লাহৌর হাইকোর্ট আজ জানিয়েছে, হাইকোর্টের আগের রায় মোতাবেক, অবিলম্বে জারদারিকে তাঁর দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে হবে। রাষ্ট্রপতির পদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতেও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। যদি তিনি নির্দেশ অমান্য করেন, তা হলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানানো হয়েছে। ৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে রাজনৈতিক কাজকর্ম ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পরেও তাঁর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে তিনি পদত্যাগ করেননি বলে জারদারির বিরুদ্ধে গত বছর দু’টি মামলা করা হয়। লাহৌর হাইকোর্ট জানিয়েছিল, অবিলম্বে জারদারিকে দলের সঙ্গে দূরত্ব তৈরি করতে হবে। সেটা ১২ মে ২০১১-র কথা। কিন্তু বছর ঘুরে গেলেও বাস্তবে তা করেননি জারদারি। ফলে হলফনামা দাখিল করে ফের বিষয়টির উপর হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে হাইকোর্ট আজ ওই নির্দেশিকা জারি করে।

ভারত মহাসাগরে ফের নৌকাডুবি
ভারত মহাসাগরে ফের নৌকাডুবি। অষ্ট্রেলীয় উপকূল সংলগ্ন ক্রিসমাস দ্বীপের কাছে ১৫০ যাত্রীসহ একটি জেলে নৌকা ডুবে যাওয়ার পর ২৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত গত সপ্তাহেই এই অঞ্চলে আরও একটি নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন ৯০ জন। অষ্ট্রেলীয় নৌসেনা সূত্রে খবর, ওই দুটি নৌকাতেই অষ্ট্রেলিয়ায় বসবাস করতে ইচ্ছুক আফগান উদ্বাস্তুরা ছিলেন।

মার্কিন আক্রমণে হত ৪ জঙ্গি

মার্কিন ড্রোন আক্রমণে প্রাণ হারাল চার জঙ্গি। আহত আরও দু’জন। গত কাল রাতে মার্কিন ড্রোনটি পাকিস্তনের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত গ্রামের একটি বাড়িতে এই আক্রমণ চালায়। সিআইএ সূত্রে খবর ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের উপজাতি অধ্যুষিত গ্রামগুলিতে আল-কায়দা ও তালিবানি জঙ্গিরা আশ্রয় নিয়েছে। তাদের মারতেই এই হামলা চালানো হচ্ছে।

অ্যাসাঞ্জের জন্য মেল
জুলিয়ান অ্যাসাঞ্জের সমর্থনে আসছে একের পর এক ই-মেল। আমেরিকা এবং ব্রিটেনে ইকুয়েডরের দূতাবাসে আসতে থাকা এই সব মেলে দাবি করা হয়েছে, সে দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক উইকিলিকস প্রতিষ্ঠাতাকে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী বলেন, “ই-মেলের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিতে হাজার হাজার মানুষ আর্জি জানিয়েছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.