গত ১৭ জুন পুলিশের উপর হামলার জেরে ঘরে ঘরে ঢুকে ভাঙচুর চালিয়েছে পুলিশ। বুধবার বর্ধমানের সিজেএম আদালতে ওই অভিযোগ করলেন ভাতারের নাসিগ্রামের বাসিন্দা বন্দনা পাল। তাঁর অভিযোগ, হামলাকারীদের ধরার নাম করে নাসিগ্রামের বাগদিপাড়ায় ঢুকে ঘরে ঘরে ভাঙচুর চালিয়েছে পুলিশ। এমন কি, মহিলাদের শ্লীলতাহানিও করা হয়ছে বলে অভিযোগ। গত ১৭ জুন, রবিবার সন্ধ্যায় ভাতারের নাসিগ্রামে সিপিএম নেতা শ্রীজিৎ কোঙার ও তাঁর চার সঙ্গীকে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরে তাঁদের উপর সিপিএমের কর্মী-সমর্থকরা আক্রমণ চালান বলে অভিযোগ। সেই ঘটনার জেরে ২৮ জন মহিলা-সহ ৪২ জন সিপিএমের কর্মী-সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। বুধবার বন্দনাদেবী আরও অভিযোগ করেন, ওই ঘটনার জেরে ঘরে ঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি, তফসিলি জাতি ও উপজাতির মানুষদের জাত তুলে গালিগালাজ করা হয়। বৃদ্ধ, অসুস্থরাও পুলিশের মারধরের হাত থেকে রেহাই পাননি। তাঁর দাবি, ভাতার থানার এসআই বিপুল দত্ত-সহ তিন এএসআই মলয় রায়, জয়ন্ত মুখোপাধ্যায় ও বিদ্যুৎকুমার পতি এই কাজে ওই দিন বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সিজেএম ইয়াসমিন আহমেদ ভাতার থানার ওসি সঞ্জয় কুন্ডুকে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। ওসি বলেন,“ আদালতের নথি না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করবো না। তবে সেদিন পুলিশকে আটকে রেখে খুনের চেষ্টাও করা হয়েছিল।”
|
জেলা নক-আউট বাস্কেটবল প্রতিযোগিতায় জিতল বর্ধমানের শিবাজি সঙ্ঘ। স্থানীয় অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সাউথ বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে ৫৮-৩৯ পয়েন্টে হারিয়েছে। সেমিফাইনালে শিবাজি ৭৭-৬০ পয়েন্টে কল্যাণ স্মৃতি সঙ্ঘকে ও সাউথ বর্ধমান ৮৭-৪৭ পয়েন্টে সাঁই প্রশিক্ষণ কেন্দ্রকে হারিয়ে ফাইনালে ওঠে। |