স্কটল্যান্ডে ট্রায়াল দেবেন মেহতাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্কটল্যান্ডে ট্রায়াল দেবেন মেহতাব হোসেন। স্কটিশ লিগের প্রথম ডিভিসনের ক্লাব ফালক্রিক এফসি ও দ্বিতীয় ডিভিসনের এয়ারড্রি এফসি-তে। রবিবার সকালেই সরকারি চিঠি হাতে এল ইস্টবেঙ্গল মিডিও-র। সোমবারই ভিসার জন্য আবেদন করছেন মেহতাব। ৩০ জুন তিনি স্কটল্যান্ড উড়ে যাবেন বলে ঠিক করেছেন। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের সঙ্গেও শনিবার অস্ট্রেলিয়ায় ফোন করে কথা বলেন মেহতাব। “মর্গ্যান-স্যার বলেছেন দারুণ সুযোগ। কাজে লাগানোর চেষ্টা করো” ইস্টবেঙ্গলে গত বছর খেলে যাওয়া অ্যালান গাও এখন খেলেন স্কটিশ লিগের প্রথম ডিভিসনের ক্লাব এক্সটার সিটিতে। গাওয়ের চেষ্টায় তাঁর এজেন্টই মেহতাবের ট্রায়ালের ব্যবস্থা করেছেন। যা ঠিক আছে, পৌছোনের পরদিনই অর্থাৎ ২ জুলাই ফালক্রিক এফসি-র স্টেডিয়ামে ট্রায়াল দেবেন বারুইপুরের ছেলে। ওখানে ’৯৫-তে খেলেন গাও নিজেই। মেহতাব বললেন, “৬ জুলাই এয়ারড্রি এফ সি ক্লাবে ট্রায়াল। যদি এরপরও কোনও ক্লাবে ট্রায়াল দিতে হয় তা হলেও দেব। সুযোগ হাতছাড়া করতে চাই না।” |
সেরা আলন্সো তিনে শুমাখার
নিজস্ব প্রতিবেদন |
ইউরোয় সেমিফাইনালে ওঠার চব্বিশ ঘণ্টার মধ্যে আবার উৎসব স্পেনে! এ বার ভ্যালেন্সিয়ার রেস ট্র্যাকে ফের্নান্দো আলোন্সোর ইউরোপীয় গ্রাঁ প্রি জেতা নিয়ে! রবিবার এগারো নম্বর থেকে শুরু করে অবিশ্বাস্য একটা রেস লড়লেন আলোন্সো। “আমার ভেতরে কী হচ্ছে! নিজের দেশে গ্রাঁ প্রি জেতার সঙ্গে ফুটবলে যা হচ্ছে, সব মিলিয়ে আজ স্প্যানিশ হিসেবে আমি বাড়তি গর্বিত,” বলেছেন ফেরারি তারকা। এ দিন অবশ্য ভাগ্যের সাহায্য পেলেন আলোন্সো। শুরু থেকে এগিয়ে থাকা ভেটেলের গাড়ি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় লিড পেয়ে যান আলোন্সো। দ্বিতীয় কিমি রাইকোনেন। নাটকীয় ঘটনা মাইকেল শুমাখারের তৃতীয় হওয়া। শেষ ল্যাপে হ্যামিল্টন দুর্ঘটনায় জড়ানোয় অবসর ভেঙে ফেরার পরে প্রথম পোডিয়াম পেলেন শুমাখার। ফোর্স ইন্ডিয়ার নিকো হুলকেনবাগ পাঁচে আর পল ডি রেস্টা সাতে শেষ করে দলকে দিলেন পুরো ১৬ পয়েন্ট। |
জঙ্গলমহলে ক্যারাটে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দু’দিন ধরে ‘জঙ্গলমহল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০১২’ অনুষ্ঠিত হল ঝাড়গ্রামের কুমুদকুমারী বিদ্যালয় প্রাঙ্গণে। ‘স্পোটর্স্-ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুর’-এর উদ্যোগে আয়োজিত এই ক্যারাটে-প্রতিযোগিতায় যোগ দেয় জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার আড়াইশো প্রতিযোগী। ২৫টি বিভাগে ৬ থেকে ৩০ বছর বয়সীরা ক্যারাটের বিভিন্ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল দেওয়া হয়। জঙ্গলমহল-চ্যাম্পিয়ন হয় ঝাড়গ্রামের ননীবালা বয়েজ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র চোদ্দো বছরের মিলন গরাই। মিলনের বাড়ি ঝাড়গ্রাম শহরের শক্তিনগরে। ‘স্পোটর্স্-ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুর’-এর সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “জঙ্গলমহলে ক্যারাটে-কে জনপ্রিয় করে তোলার পাশাপাশি, প্রতিভাধরদের রাজ্য ও জাতীয় স্তরে সুযোগ করে দেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষা ও সেনা বিভাগে চাকরি পাওয়ার ক্ষেত্রে ক্যারাটে-প্রশিক্ষণ প্রাপ্তদের সুযোগ রয়েছে।” ‘ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর সভাপতি তথা রাজ্যের মধ্যে একমাত্র ‘এইট-ডান ব্ল্যাক বেল্ট’ খেতাব জয়ী প্রেমজিৎ সেন বলেন, “ক্যারাটে এমনই এক ক্রীড়া যা শিখলে আত্মরক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও সংকল্প পরায়ণ ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলা যায়।” রবিবার পুরস্কার বিতরণ সভায় ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। শীতকালে ঝাড়গ্রামে ক্যারাটে প্রশিক্ষণ শিবির করার আশ্বাস দেন সুকুমারবাবু। |
ক্যান্সার আক্রান্তদের জন্য |
মাধ্যমিকে সফল সঙ্গীতা বিট এবং পিঙ্কি মণ্ডল ক্যানসারে আক্রান্ত। ওদের সাহাযার্থে বসিরহাটে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছেন দীপেন্দু বিশ্বাস। বুধবার খেলবে বসিরহাট বাণী সঙ্ঘ এবং মহমেডানের অনূর্ধ্ব ১৯। |