ব্লাঁ-র দলকে অপদার্থ
বললেন দোমেনেক
নিয়তির পরিহাস আর কাকে বলে?
নইলে দেশের কিংবদন্তি ফুটবলারের জন্মদিনে কি আর লজ্জায় ডুবতে হয় ফরাসি ফুটবলকে? তীব্র গালিগালাজ সহ্য করতে হয় দেশজ মিডিয়ার? ভাগ্য ঠিক কতটা খারাপ হলে জাতীয় ফুটবলারদের তুলোধোনাতে নেমে পড়েন ব্যর্থ প্রাক্তন কোচ?
‘মাঝারি’, ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘অপদার্থ’-বিশেষণ তো নয়, ক্ষেপণাস্ত্র বিশেষ। শনিবার রাতে ইউরো থেকে বিদায় ঘটে যাওয়ার পর ফরাসি ফুটবলারদের পাশে যা বসে যাচ্ছে। গত বিশ্বকাপে যাঁর আমলে টিমে ঝামেলা রোজনামচা ছিল, সেই রজার দোমেনেক পর্যন্ত বলে দিয়েছেন, “অপদার্থ একটা দল। আপাদমস্তক দায়িত্বজ্ঞানহীন।” কাগজে-কাগজেও তুলোধোনা। কোথাও জিদানের পায়ের বুড়ো আঙুলের সঙ্গে তুলনা টেনে রিবেরিদের নিয়ে চরম বিদ্রুপ। বলা হচ্ছে, চল্লিশ বছরের জিদানের বুড়ো আঙুলে এখনও যা ফুটবল জমা আছে, গোটা ফরাসি টিমে তা নেই!
জিদান রবিবারই চল্লিশে পা দিলেন। এবং রিবেরি-নাসরিদের জঘন্য ফুটবল দেখে প্রিয় ‘জিজু’-র নামে আবার হাহাকার সাজেঁলিজেঁ-র রাস্তায়। আর এই তীব্র বিদ্রুপ যে কতটা বিধঁছে ফুটবলারদের, সমীর নাসরির আচরণেই তা স্পষ্ট। গত রাতে মাঠেই এক সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নাসরি। ম্যাচ জিতে ফ্রান্স কোচ ব্লাঁ-কে আবার কথা শুনিয়ে গেলেন স্পেন কোচ দেল বস্কি। বললেন, “ওরা যতটা সমস্যায় ভুগেছে, তার চেয়ে ভাল খেলেছি।”
কিন্তু এ ভাবে হারতে হল কেন?
“আমরা জানতাম স্পেনের বাঁ দিকটা খুব শক্তিশালী। আলবা আর ইনিয়েস্তা বার বার ওভারল্যাপ করে উঠে আসছিল। দুর্ভাগ্য আমাদের, ওই বাঁ দিক থেকেই গোলটা খেয়ে গেলাম,” বলেছেন বিধ্বস্ত ব্লা।ঁ সঙ্গে যোগ করেছেন, “খুব হতাশ লাগছে। আমরা জানতাম ওরা কোন দিকটা থেকে গোল করতে পারে। তবে এটা মানতেই হবে, ওরা আমাদের চেয়ে ভাল খেলেছে। দুঃখ লাগছে এটা ভেবে যে, ওরা তেমন ভয় না ধরিয়েই ম্যাচটা জিতে গেল। আর গোলটা প্রথমার্ধেই আমরা খেয়ে গেলাম।”
কাগজগুলো অত বিশ্লেষণে ঢুকছে না। বরং শিরোনাম: ‘ইউরোতে চারটে ম্যাচের মাত্র একটাতে জিতে বিদায়ের পর এই ফ্রান্সের আর সাজেঁলিজেঁ-তে যাওয়ার দরকার নেই।’ ’৯৮-তে বিশ্বজয়ের পর এই রাস্তায় বিজয়োৎসব চলেছিল জিদানদের। ব্লাঁ কপাল চাপড়াচ্ছেন। বলছেন, “স্পেনের বিরুদ্ধে প্রস্তুতির সময়ই পেলাম না। ভেবেছিলাম, তোরেসকে নামাবে। নামল ফাব্রেগাস। ডিফেন্ডাররা তোরেসের জন্যই প্রস্তুত ছিল।”
কিন্তু ব্যর্থদের কথায় আর কে কান দেয়? জিজ্ঞাস্য বরং একটাইএই পারফরম্যান্সের পর ফ্রান্সের হয়ে বাজি ধরার মতো একজনও বেঁচে থাকবেন তো?




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.