টুকরো খবর |
ডেবরায় মিছিল সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ-সহ বেশ কয়েক দফা দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মিছিল করল সিপিএম। সকালে আষাড়ি মোড় থেকে রাধামোহনপুর পর্যন্ত মিছিল হয়। বিকেলে গোদাবাজার থেকে ডেবরা থানা মোড় পর্যন্ত মিছিল হয়। নেতৃত্ব দেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুভাষ দে, জোনাল সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল প্রমুখ। মিছিল থেকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। সিপিএম নেতৃত্বের অভিযোগ, এখনও ডেবরার বিভিন্ন এলাকায় সন্ত্রাস চলছে। দলীয় কর্মী-সমর্থকদের নানা ভাবে ভয় দেখানো হচ্ছে। পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ জানিয়েও কিছু হচ্ছে না। রবিবারের দু’টি মিছিলে আশপাশ এলাকার দলীয় কর্মী-সমর্থকেরা যোগ দেন। জোনাল সম্পাদক বলেন, “কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। বাজারে প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে চলেছে। এ সবের প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি।”
|
মহিলাদের স্বনির্ভরে প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তিন দিন ব্যাপী ‘স্বনির্ভর প্রকল্প প্রশিক্ষণ শিবির’ হয়ে গেল খড়্গপুর গ্রামীণ থানার মাতকাতপুরে। শনিবার ছিল শিবিরের শেষ দিন। ‘রনবনিয়া আলামে রুরাল ডেভলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল মাতকাতপুর যুবক সঙ্ঘ ক্লাব প্রাঙ্গণে। খড়্গপুর ১ ব্লকের বিভিন্ন এলাকার মোট ৫৬ জন মহিলা এই শিবিরে যোগ দেন। কাগজ কেটে ঠোঙা তৈরি, বাঁশের ঝুড়ি, হাতপাখা, ঝাঁটা-সহ নানা জিনিস বানানো হাতেকলমে শেখানো হয় শিবিরে। প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন স্বপন পাল, দিলীপ পণ্ডিত ও নিমাই পড়িয়া। শিবিরে যোগদানকারী মহিলাদের দিনে ১০০ টাকা করে দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিহির পাহাড়ি বলেন, “এই মহিলাদের তৈরি সামগ্রী মেদিনীপুর ও খড়্গপুরের বাজারে বিক্রির বন্দোবস্ত করা হবে।” আগামী দিনে বাটিক, জরির কাজের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা সংস্থার সম্পাদক বলরাম ঘোষ।
|
ভাঙন রোধে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
কনকাবতীর ছবি কিংশুক আইচের। |
কংসাবতীর ভাঙন রুখতে এই প্রথম পশ্চিম মেদিনীপুরে তিন জায়গায় উত্তরবঙ্গের ধাঁচে স্পার (তীর থেকে নদীর মধ্যে ছোট বাঁধ) নির্মাণ শুরু করল সেচ দফতর। সদর মহকুমার ধেড়ুয়া, লালগড়ের নেতাই ও মেদিনীপুরের শহর সংলগ্ন নীচু কনকাবতীর পাশে কংসাবতীতে এই স্পার তৈরির কাজ চলছে। এর আগে শহরের কিছু দূরে বেঙ্গাই এলাকায় পরীক্ষামুলক ভাবে কংসাবতীতে স্পার তৈরি করা হয়। আশা জাগে। সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের মতে, এই স্পারে নদীবাহিত পলি জমবে। আর তা নদী ভাঙন রোধে সহায়ক হবে। ওই তিন এলাকায় দীর্ঘদিনের ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে।
|
হেরোইন-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হেরোইন-সহ এক যুবককে গ্রেফতার করল কোতয়ালি থানার পুলিশ। রবিবার বিকেলে শেখ মকুব নামে ওই যুবককে ৮ গ্রাম হেরোইন সমেত ধরে পুলিশ। ধৃতের বাড়ি মেদিনীপুর শহরের মুসলিমকুঠি চকে। বাড়ির সামনে থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। আজ, সোমবার ধৃতকে আদালতে হাজির করা হবে। উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
|
দুঃস্থদের পাশে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের পুস্তক প্রদান |
প্রতি বছরের মতো এবারও দুঃস্থ- মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের মেদিনীপুর শাখার উদ্যোগে একাদশ শ্রেণির ১৩০ জন পড়ুয়াকে পাঠ্যপুস্তক দেওয়া হল। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু, সঙ্ঘের অধ্যক্ষ স্বামী মিলনানন্দ। এ দিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধিত করা হয়।
|
সংঘর্ষে জখম ৪
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
জমি নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হলেন ৪ জন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার গোহালডাঙায়। আহত দু’জনের চিকিৎসা চলছে গোয়ালতোড় গ্রামীণ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল থেকেই একটি জমির দখল নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সামিল হন মহিলারাও। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলাদের উপর অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে। থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তবে কেউ গ্রেফতার হয়নি। গোয়ালতোড়ের আইসি হিরণ্ময় হোড় বলেন, “তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে।
|
কোথায় কী |
রবিবার
কৃতী সংবর্ধনা। মেদিনীপুরের বাংলা দৈনিক ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’-এর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে
জেলার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও পাঠ্যপুস্তক প্রদান। এ বার এই উদ্যোগের রজতজয়ন্তীবর্ষ। ১২৫ জনকে
সংবর্ধনা ও পাঠ্যপুস্তক প্রদান করা হবে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। সময় দুপুর ২-০৫ টায়। |
|