চারারোপণ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরে চলতি বর্ষায় ৬৪ হাজার চারা লাগানোর উদ্যোগ নিল বন দফতর। প্রথম দফায় ১৪-২০ জুলাই অরণ্য সপ্তাহে ওই কর্মসূচি নেওয়া হয়। বিভাগীয় বনাধিকারিক অপূর্ব সেন জানান, তপন, বালুরঘাট, কুমারগঞ্জ, কুশমন্ডি ব্লকে চারা লাগানো হবে। গাছ রক্ষণাবেক্ষণে এক জন চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। দ্বিতীয় পর্বে গাজল থেকে হিলি পর্যন্ত রাজ্য সড়কের দু’পাশে গাছ লাগানো হবে। স্থানীয় একটি পরিবেশপ্রেমী সংস্থার সহায়তায় শহর সবুজায়নে নেমেছে পুরসভা। অরণ্য সপ্তাহে বালুরঘাটে ৫ হাজার চারা লাগানো হবে। অভিযোগ, হিলি-গাজল সড়ক চওড়ার কাজে পাঁচ বছরের মধ্যে ৬ হাজার পরিণত গাছ কাটা হয়েছে। নতুন গাছ লাগানো হয়নি।
|
সাপের কামড়ে এক বালিকার মৃত্যু হয়েছে। রবিবার ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার কামারপাড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম সোনালি হেমব্রম (৭)। স্থানীয় প্রাথমিক স্কুলে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। |