শিলিগুড়ি শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে ব্যবসায়ী বাসিন্দাদের সচেতন করার জন্য পুরসভার পরিবেশ বিভাগের উদ্যোগে পথনাটক হল। রবিবার বেলা ৯ টা নাগাদ শিলিগুড়ি বিধান মার্কেটে মুড়িহাটি এবং মাছ বাজারের কাছে পথনাটক হয়। শহরের সিংহভাগ মানুষ যেখানে প্ল্যাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করেছেন সেখানে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী-বাসিন্দা জবরদস্তি তা ব্যবহারের চেষ্টা করছেন বলে অভিযোগ। শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার এবং ক্লাবের সদস্যদের একাংশ যোগ দেয়। অন্য দিকে হিমালয়ান নেচার অ্যান্ড ফাউন্ডেশন (ন্যাফ)-এর উদ্যোগে কলাহাটি, শিবাজী মার্কেট, ডিআই ফান্ড বাজার, সর্বহারা কলোনির বাজারে প্রচার হয়। এ দিন পথনাটক দেখিয়ে প্রচারে উপস্থিত ছিলেন পরিবেশ বিভাগের মেয়র পারিষদ রঞ্জন শীলশর্মা, পুর-চেয়ারম্যান নান্টু পাল। বিধান মার্কেট যে ওয়ার্ডে অবস্থিত নান্টুবাবু সেই ওয়ার্ডের কাউন্সিলরও। রঞ্জনবাবু বলেন, “শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্তরাখতে আমরা বদ্ধ পরিকর। নাটকের মাধ্যমে সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি।” |
নান্টুবাবু জানান, গুটি কয়েক ব্যবসায়ী বা বাসিন্দাদের জন্য শহরের সুনাম যে কোনও মতেই ক্ষুন্ন হতে দেওয়া চলবে না। রাজ্যে একমাত্র শিলিগুড়িই প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত শহর। দেশের বিভিন্ন জায়গায় তা প্রশংসিত হয়েছে। এ কথা বোঝাচ্ছেন ন্যাফের সদস্যরা। গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন বাজারে টানা প্রচার চলছে ন্যাফের তরফে। এ দিন বাজারগুলিতে প্রচার চালায় ন্যাফ। কলাহাটির মুদির দোকানি নিখিল দাস হাতল ছাড়া প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন দেখে ন্যাফের সদস্য অনিমেষ বসু, প্রদীপ নাগরা তাঁকে গিয়ে বোঝান। ওই ব্যবসায়ী জানান, তিনি আর এ ধরনের ক্যারিব্যাগ রাখবেন না। শিলিগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় মাছ বাজারে দুই এক জন ব্যবসায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ দিচ্ছেন বলে জানালে ন্যাফের সদস্যরা যান। মনোজ শাহ, নেশাদ খুরেনির মতো মাছ মাংস ব্যবসায়ীদের তাঁরা প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ খদ্দেরদের দিতে নিষেধ করেন। ব্যবসায়ীরা ক্ষমা চেয়ে নেন। পাশেই মাছ ব্যবসায়ী রবি বিশ্বাস, কমল মিত্রর মতো মাছ ব্যবসায়ীরা কাপড়ের ক্যারিব্যাগ ক্রেতাদের দিচ্ছেন দেখে সকলেই প্রশংসা করেন। বাজার করে ফিরছিলেন শহরের বাসিন্দা অনামিকা সেনগুপ্ত। হাতে প্লাস্টিকের ক্যারিব্যাগ দেখে পথ আটকান ন্যাফের সদস্য অরুণ দত্ত, কনককান্তি চক্রবর্তী, তমালিকা চক্রবর্তী, অঙ্কিতা নাগরা। কেন প্লাস্টিকের ক্যারিব্যাগ নিয়েছেন তা জিজ্ঞাসা করতে অনামিকাদেবী ক্ষমা চান। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু জানান, গেটবাজারে, এনজেপি স্টেশন বাজারেও তাঁরা প্রচার চালাবেন। |