টুকরো খবর
যুবককে অ্যাসিড, অভিযুক্ত দম্পতি
বাড়িতে ঢুকিয়ে পড়শি যুবককে বঁটি দিয়ে আঘাত করার পাশাপাশি মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। নলহাটি থানার লোহাপুর বাজার এলাকার ঘটনা। পাপন মাল নামে বছর একুশের ওই যুবক গুরুতর জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পাড়াতেই অবস্থিত তাঁর হবু শ্বশুরবাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলেন। তাঁর অভিযোগ, “সেই সময় পূর্ণিমা চৌধুরী ও তাঁর স্বামী চাদরে জড়িয়ে আমার মুখ চেপে ধরে তাঁদের বাড়িতে নিয়ে যায়। প্রথমে তাঁরা মারধর ও বঁটি দিয়ে আঘাত করে। পরে তাঁরা গরম জল ছিটিয়ে দেন ও মুখে অ্যাসিড ছুড়ে দেন। পরবর্তীতে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে একটু দূরে রেললাইনের ধারে আমাকে ফেলে দেন।” এর পরে তিনি কোনও রকমে বাড়ি ফিরে সব কথা জানান এবং সঙ্গে সঙ্গে পড়শি ও পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। রবিবার দুপুরে তাঁর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিয়ের আগে পূর্ণিমার সঙ্গে পাপনের একটা সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে পাপন পূর্ণিবার বাড়িতে গিয়েছিলেন। তার পরে ঘরের মধ্যে কী হয়েছে জানা নেই দাবি বাসিন্দাদের একাংশের। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ঘটনার কথা জানা নেই। অভিযোগ হলে পুলিশ তদন্ত শুরু করবে।” পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক। পূর্ণিমার বাবা সত্যনারায়ণ চৌধুরী বলেন, “নলহাটিতে ব্যবসা নিয়ে থাকি। ঘটনার কথা জানি না।”

বিবাদে ‘খুন’, ধৃত ২
এই রাস্তা ঘিরে বিবাদের সূত্রপাত। ছবি: অনির্বাণ সেন।
পারিবারিক বিবাদ নিয়ে সংঘর্ষের জেরে একজনের মৃত্যু হল। জখম হলেন দু’পক্ষের সাত জন। সাঁইথিয়ার হরপলসা গ্রামের এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বর্ধমান মেডিক্যালে ভর্তি থাকা আয়ূব শেখের (৫০) মৃতু্য হয়। সেই রাতে থানায় একটি খুনের মামলা রুজু হয়। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ওই খুনের ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।” জখম ব্যক্তিদের সাঁইথিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরপলসা গ্রামে আয়ূব শেখ ও উজ্জ্বল শেখদের বাড়ির মাঝে ১২-১৩ ফুটের মাটির রাস্তা আছে। বাড়ির সামনের রাস্তা কাদা হওয়ায় আয়ূব শেখের ছেলেদের যন্ত্র চালিত রিকশা চালাতে সমস্যা হয়। তাই তাঁরা ওই দিন ছাই ও ইটের টুকরো রাস্তায় ফেলছিলেন। তাতে আপত্তি জানান উজ্জ্বল শেখরা। এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়।

রাস্তা সংস্কারের দাবি মাড়গ্রামে
রামপুরহাট মহকুমার রামপুরহাট-দুনিগ্রাম রুটে দিনে ১৭টির মতো বাস চলাচল করে। তার উপরে অন্যান্য যানবাহন তো রয়েছে। অথচ রাস্তার বেহাল অবস্থার কারণে যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকার বাসিন্দা থেকে জেলা বাস মালিক সমিতির। অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও রাস্তার হাল ফেরেনি। জেলা বাসমালিক সমিতির রামপুরহাট শাখার সম্পাদক জামিরুল ইসলাম বলেন, “১৫ কিমি ওই রাস্তাটি বর্ষার আগে সংস্কার হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। বর্ষায় রাস্তাটি আরও বেহাল হয়ে পড়বে।” পূর্ত বিভাগের (সড়ক) রামপুরহাট বিভাগীয় সহকারি বাস্তুকার সুজয় রায় প্রতিহার বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।”

কাঁসা-পিতলের কারখানা হবে
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
জেলায় কাঁসা-পিতলের কারখানা হবে এবং বোলপুরে আইটি হাব ও আমোদপুরে স্পিরিট কারখানার অনুমোদন মিলেছে। রবিবার পাড়ুই থানার বাঁধনবগ্রাম গাঁধীবিদ্যাপীঠে তৃণমূলের একটি জনসভায় এ কথা বলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায় প্রসঙ্গে পার্থবাবু বলেন, “আমাদের নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।” এ দিন জনসভায় শিল্পমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক মনিরুল ইসলাম ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ধর্ষণের অভিযোগ
এক আদিবাসী তরুণীকে ধর্ষণের আভিযোগে এক যুবকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চল থেকে ওই যুবককে ধরা হয়েছে। ধৃতের নাম প্রেমচাঁদ মুর্মু। পুলিশের দাবি, শনিবার প্রেমচাঁদের নামে থানায় ওই তরুণীকে ধর্ষণের লিখিত আভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে ধৃত ওই যুবক।

স্কুল ভোট
সাঁইথিয়া শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল কংগ্রেস। রবিবার নির্বাচন হয়। ৬টি আসনে কংগ্রেস, তৃণমূল ও বামফ্রণ্ট প্রর্থী দিয়েছিল। কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সব কটি আসনে জয়ী হয়েছেন। এর আগে ক্ষমতায় ছিল কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.