নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
শব নিয়ে শ্মশানে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়ে হসপাতালে চিকিৎসাধীন আরও তিন জন। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ইলামবাজার থানা এলাকার সালকা মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম বিষ্ণু টুডু (৪০)। বাড়ি খয়রাশোলের ভাগাবাঁধ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার খয়রাশোলের ওই গ্রামে সুমিত্রা মাহালি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। রবিবার ভোরে একটি পিক-আপ ভ্যানে করে ওই বৃদ্ধার দেহ নিয়ে খয়রাশোল থেকে বোলপুরের কঙ্কালীতলা শ্মশানে যাচ্ছিলেন মৃতার আত্মীয় ও পড়শিরা। ওই পিকআপ ভ্যানে প্রায় ২৫ জন ছিলেন। দুবরাজপুর থানা এলাকা ছেড়ে ইলামবাজার থানা এলাকার সালকা মোড়ের কাছে ঢোকা মাত্র ইলামবাজারের দিক থেকে আসা একটি দশ চাকা লরির পিছনের অংশের ধাক্কায় তাঁদের গাড়িটি উল্টে যায়। মৃতদেহ-সহ ওই গাড়িতে থাকা অনেকেই চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণু টুডুর। জখম হন বৃদ্ধার জামাই সুনীল মাহালী, পড়শি যুবক কার্তিক মুর্মু এবং সুজিত টুডু। পুলিশ আসার আগেই অবশ্য স্থানীয় বাসিন্দারা জখমদেরকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ওই একই রাস্তায় শনিবার দুপুরে অপর একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীপক ঘোষ (৬০) এক নামে বেসরকারি সংস্থার কর্মীর। বাড়ি মুর্শিদাবাদের সালার থানার মাতোয়া গ্রামে। ওই দিন একটি গাড়িতে করে সস্ত্রীক ফরাক্কা থেকে ওই রাস্তা ধরে দুর্গাপুরে যাচ্ছিলেন। দুবরাজপুরের গোপালপুরের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে। মারাত্মক জখম হন দুজনেই। সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দীপকবাবুর। স্ত্রী চন্দ্রানীদেবী দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। |