তাঁকে ছেলে বলে ভাবতেন মাও জে দং, দাবি দলাইয়ের |
মাও জে দংয়ের উত্তরসূরিরা প্রায়ই বিষোদ্গার করেন তাঁর বিরুদ্ধে। কিন্তু তিব্বতি ধর্মগুরু দলাই লামার দাবি, এক সময়ে তাঁকে নিজের ছেলে বলেই মনে করতেন মাও। চিনা ওই রাষ্ট্রনেতাকে বাবার মতোই শ্রদ্ধা করতেন তিনিও। ব্রিটেনে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দলাই।তিব্বত চিনের দখলে যাওয়ার পরে ১৯৫৯ সালে ভারতে পালিয়ে যান দলাই। কিন্তু, মাওয়ের সঙ্গে ব্যক্তিগত কিছু মুহূর্তের স্মৃতি এখনও তাঁর মনে উজ্জ্বল। কোনও ভোজসভায় দলাইকে নিজের পাশে বসাতেন মাও। প্রথা মেনে তাঁর প্লেটে তুলে দিতেন খাবার। হাল্কা সুরে তিনি জানিয়েছেন, মাও প্রচণ্ড সিগারেট খেতেন। কাশতেন অনবরত। কখনও কখনও দলাইয়ের মনে হত, তাঁরও না কাশি ধরে যায়। দলাই লামার বক্তব্য, তিব্বতিদের একটি প্রজন্ম মৃত্যুর আগে তাঁকে তিব্বতে দেখতে চায়। কিন্তু রাজনৈতিক ভাবে সচেতন অন্য অনেকেই মনে করেন, তিনি কোনও মুক্ত, গণতান্ত্রিক দেশে থাকলেই ভাল। সে ক্ষেত্রে সেখানে থেকেই তিব্বতি আন্দোলনের কথা তিনি প্রচার করতে পারবেন।
|
ডিএনএ চুরি যাবে, আশঙ্কা ম্যাডোনার |
ম্যাডোনার প্রতিটি শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাজঘরের দখল চলে যাচ্ছে ‘স্টেরিলাইজেশন’ টিম-এর হাতে। আয়না, টেবিল, চিরুনি, গিটার ইত্যাদি পরীক্ষা শুরু করে দিচ্ছেন তাঁরা। আশঙ্কা, চুরি যেতে পারে গায়িকার ডিএনএ। পাগল-ভক্তরা যে কী করতে পারে আর কী পারে না তাই নিয়ে ঘুম ছুটে গিয়েছে ম্যাডোনার। বিশেষজ্ঞদের থেকে ম্যাডোনা জেনেছেন, তাঁর চুল, ত্বক বা লালা থেকে চাইলে বিশেষ প্রযুক্তিতে ডিএনএ চুরি করে নিতে পারে ভক্তেরা। জানার পরই ‘স্টেরিলাইজেশন’ টিম বানিয়েছেন তিনি। প্রত্যেক শোয়ের শেষে সাজঘর পরীক্ষা করাচ্ছেন। ৫৩ বছরের গায়িকা ফতোয়া দিয়েছেন, তাঁর উপস্থিতিতে দলের লোক ছাড়া আর কাউকে যেন ব্যাকস্টেজে ঘেঁষতে দেওয়া না হয়। গোপন ক্যামেরা লাগানো রয়েছে কি না, খুঁটিয়ে দেখা হচ্ছে তা-ও। এখন ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত ম্যাডোনা। ইজরায়েল, ইতালি, স্পেনের অনুষ্ঠান সেরে আজ পর্তুগালে পৌঁছেছেন। সেখানে অনুষ্ঠানের দায়িত্বে থাকা আলভারো র্যামোস জানান, “ম্যাডোনা যাতে নিশ্চিন্তে শো করতে পারেন, সে জন্য সব ধরনের সতর্কতাই নিচ্ছি আমরা।”
|
বিশ্ব জুড়ে তাঁর অনেক ‘হিরোইন’ এবং ‘হিরো’ রয়েছে। ভারতে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী (এসইডব্লিউএ) নিয়ে কর্মরত এলা ভট্টও তাঁদেরই এক জন বললেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। এলার অকুণ্ঠ প্রশংসা করে হিলারি বলেন, “দারুণ শিক্ষিত এক জন মহিলা যিনি চাইলে তাঁর জীবনটা অন্য ভাবে গড়তে পারতেন। তা না করে দরিদ্রতম মহিলাদের কাছে পৌঁছে গিয়েছেন তিনি।” হিলারি ক্লিন্টন যখন ফার্স্ট লেডি হিসেবে ভারতে গিয়েছিলেন, সে বারই তাঁর সঙ্গে প্রথম আলাপ এলার। হিলারির কথায়, “উনি আমায় একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। সেখানে নানা এলাকার অসংখ্য মহিলা এসেছিলেন। কেউ কেউ ২৪ ঘণ্টা হেঁটে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। উজ্জ্বল রঙের শাড়ি, দারুণ প্রাণশক্তি। ওঁরা সবাই এসইডব্লিউএ-র সঙ্গে যুক্ত।” নিষ্ঠুর স্বামী বা শাশুড়ির বিরুদ্ধে গর্জে ওঠা সেই সব মহিলা রোজগারের পথে হাঁটতে পেরেছেন এসইডব্লিউএ-র সাহায্যে। তাঁদের সাহসিকতায় মুগ্ধ হন হিলারি।
|
চিনে ভূমিকম্পে মৃত চার, আহত শতাধিক |
দক্ষিণ-পশ্চিম চিনে ভূমিকম্পে মৃত্যু হল চার জনের। আহত শতাধিক। চিনের সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে, আজ বিকেল চারটে নাগাদ চিনের ইউনান ও সিচুয়ান প্রদেশের সীমানায় প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ইউনান প্রদেশের নিঙ্গলাঙ্গেই ক্ষয়ক্ষতির পরিমাণ সব চেয়ে বেশি। প্রচুর বাড়ি ভেঙে পড়েছে সেখানে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন।
|
সিরিয়ায় আজ সারা দিনে হিংসার বলি আরও ৬৩ জন। আনদান, হোমস, ডেইর এজর, ইদলিব ও দারা প্রদেশে গোলাগুলির আঘাতে আহত হয়েছেন অনেকে। ব্রিটেনের একটি পর্যবেক্ষক দল জানায়, নিহতদের মধ্যে ১৬ জন সেনা এবং ৩ জন বিক্ষুব্ধ রয়েছে।
|
স্কার্ট পরে ছাত্রীদের স্কুলে আসা এ বার বন্ধ করতে চলেছে ব্রিটেনের দুটি স্কুল। বদলে পা ঢাকা কালো প্যান্ট হবে তাদের স্কুল-পোশাক। মল্টন স্কুল ও নর্দাম্পটনশায়ারের সায়েন্স কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কার্ট পড়লে ছাত্রীদের যৌন-আবেদন বাড়ে। |