টুকরো খবর
কৃতীদের সংবর্ধনা
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সে কৃতীদের সংবর্ধনা বর্ধমানের টাউন হলে।
তৃণমূল কংগ্রেসের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আসানসোল পুর এলাকায় ৬৫ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জানানো হল শনিবার। উপস্থিত ছিলেন আসানসোলের পুরপ্রধান জিতেন্দ্র তিওয়ারি। দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষভাবে সাহায্য করার কথা ঘোষণা করেন তিনি। রবিবার চিচুড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ৬০ জনকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে গান, আবৃত্তি, নাচ করেন ৯ জন খুদে ও বড় শিল্পীরা। উপস্থিত ছিলেন জামুড়িয়া ২ ব্লকের তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী, দলের দুই প্রদেশ কমিটির সদস্য প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও উৎপল সিংহ।

বেআইনি অটোর ‘দাপট’ রোখার দাবি কুলটিতে
বাড়ছে বেআইনি অটোর দৌরাত্ম্য। এমনকী, ডিসেরগড় নদীঘাট বাসস্ট্যান্ডে পরিবহণ কর্মীদের কাছ থেকে তোলা আদায় করছে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ তুলে তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়াকার্স ইউনিয়নের তরফ থেকে এডিসিপি (পশ্চিম) সুবিমল গঙ্গোপাধ্যায়ের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হল রবিবার। বিক্ষোভকারী সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া জানান, ডিসেরগড় নদীঘাট বাসস্ট্যান্ড কার্যত ঝাড়খন্ডের অটোর দখলে। সঙ্গে চলছে তোলাবাজিও। জবাবে এডিসিপি (পশ্চিম) জানান, অবৈধ অটোর বিরুদ্ধে অভিযান চলছে। তোলাবাজির অভিযোগ আমরা খতিয়ে দেখছি।

প্রতিষ্ঠা দিবস পালিত
ফরওয়ার্ড ব্লকের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করল গলসি বিধানসভা কমিটি। শনিবার বুদবুদের শুকডাল মোড় চটিতে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ছিল বসে আঁকো প্রতিযোগিতা। এলাকার একশো দুঃস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর তালিকা তৈরি করে তাদের বই-সহ নানা সামগ্রী দেওয়া হবে বলে জানান আয়োজেকরা। ছিলেন প্রাক্তন সাংসদ তথা নেতাজির ভ্রাতুষ্পুত্র সুব্রত বসু, গলসির বিধায়ক সুনীল মণ্ডল প্রমুখ।

শ্মশানের উন্নয়নে নতুন প্রকল্প
আকলপুর তেলকুলি শ্মশানের উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করল জামুড়িয়া পুরসভা। শনিবার শ্মশান ঘাটে আয়োজিত এক সভায় শ্মশানের উন্নয়নে সাংসদ তহবিল থেকে সাড়ে ৮ লক্ষ টাকা দিলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি জানান, সাংসদ তহবিল থেকে আসানসোল মহকুমা হাসপাতালে রোগীর পরিবারের সদস্যদের জন্য একটি বিশ্রামাগার নির্মাণে এক কোটি টাকা ও জামুড়িয়ায় মারোয়াড়ি যুব মঞ্চকে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে। ছিলেন স্থানীয় পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়, উপ-পুরপ্রধান-সহ আরও অনেকে।

দোষীদের ধরার দাবি
সিপিএম কর্মী অর্পণ মুখোপাধ্যায় খুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সম্প্রতি বার্নপুরে একটি সভা করেছে বামফ্রন্ট। সভার শেষে বামফ্রন্টের নেতারা সিদ্ধান্ত নেন ২৫ জুন সোমবার তাঁরা এই দাবিতে আসানসোল পুলিশ কমিশনারের কার্যালয়ে বিক্ষোভ অবস্থানে বসবেন। মাস দেড়েক আগে হিরাপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অপর্ণবাবু গুলিতে খুন হন।

অচেতন যাত্রী উদ্ধার
অচেতন অবস্থায় দুই রেলযাত্রীকে উদ্ধার করল আসানসোল জিআরপি। রবিবার সকালে আসানসোল স্টেশনে হাওড়াগামী হাওড়া-মোকামা এক্সপ্রেস থেকে সাহের হেলা ও টাটাগামী টাটা-দানাপুর এক্সপ্রেস থেকে সুনীল তিওয়ারি নামের দুই যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জেনেছে, সহযাত্রীদের কাছ থেকে মাদক মেশানো খাবার খেয়েই তাঁরা জ্ঞান হারান।

বজ্রাঘাতে মৃত দুই
বাজ পড়ে মারা গিয়েছেন দু’জন। শনিবার বিকালে দুর্গাপুরের ওয়ারিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ত্রিবেণী মন্ডল ও বুলালি চৌধুরী। দুজনেরই বয়স ৪০। ঘটনায় সন্তোষ সাউ নামে একজন জখমও হয়েছেন। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কুলটিতে সম্মেলন
বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আসানসোল এরিয়া কমিটির একাদশ সম্মেলন অনুষ্ঠিত হল কুলটিতে। রবিবার এই সম্মেলনে মহকুমার কয়েকশো প্রতিনিধি যোগ দেন। সংগঠনের এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ সরকার জানিয়েছেন, শূন্য পদে লোক নিয়োগের দাবিতে ও ব্যাঙ্কে বেসরকারিকরণের প্রতিবাদে আলোচনা হয়েছে।

বিজয়ী এসএসসি
ডায়মন্ড ক্লাব আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় রবিবার প্রথম দিনের খেলায় বিজয়ী হল এসএসসি। রহমতনগর ডায়মন্ড ক্লাবের মাঠে তারা ইদগাকে ১-০ গোলে হারায়। খেলার প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলি।

কোথায় কী
কাটোয়া
দরদি কবি জ্যোতিন্দ্রনাথ সেনগুপ্তের জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য আসর।
পারিজাত ভবন, বিদ্যাসাগর পল্লি। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: পলাশসোম সন্ধ্যা।

দুর্গাপুর
রথযাত্রা উপলক্ষে মেলা ও ভগবত পাঠ, পালাকীর্তন। রথের মেলা ময়দান।
সন্ধ্যা ৬টা। উদ্যোগ: রথযাত্রা উৎসব ও সমাজ কল্যান সমিতি।

রানিগঞ্জ
রথের মেলা। সিহারশোল। সকাল ৮টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.