বিশেষ শিবির করে আরামবাগ মহকুমা শাসক অরিন্দম নিয়োগীর উদ্যোগে শুক্রবার ৬৮৬ জন উপভোক্তাকে শংসাপত্র দেওয়া হল। এ দিন ওবিসি ও এসসি সম্প্রদায়ের সংশ্লিষ্ট উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন মহকুমা শাসক। অনগ্রসর শ্রেণির শংসাপত্র চেয়ে গত তিন বছর ধরে আবেদন জমা পড়ছিল খানাকুল-২ নম্বর ব্লক প্রশাসনে। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিক সহ কর্মীর অভাবে যথাযথ তদন্ত করে তা দেওয়া যাচ্ছিল না বললেই চলে। এ নিয়ে ওই ব্লকের ১১টি পঞ্চায়েত এলাকার মানুষের অভিযোগ ছিল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকের ‘ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার’ ইন্সপেক্টরের পদটি গত এক বছরেরও বেশি ফাঁকা। তাই বিলম্ব।
|
সারা ভারত ফরওয়ার্ড ব্লক এর ৭৩ তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হল গোঘাটের শ্যামবল্লভপুরে। শুক্রবার সকাল থেকে স্থানীয় হাটতলায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গোঘাটের বিধায়ক ফরওয়ার্ড ব্লকের বিশ্বনাথ কারক। ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লকের শিবপ্রসাদ মালিক, অগ্রগামী কিষান সভার জেলা সম্পাদক তপন ঘোষ-সহ সামসের আলি খাঁ, মদন ঘোষাল, বিশ্বরঞ্জন ভঞ্জ প্রমুখ নেতৃত্ব। দলের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসুর নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি গোঘাটের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তার পরিপ্রেক্ষিতে দলের কর্মসূচী নিয়েও আলোচনা করেন বক্তারা। আয়োজন ছিল রক্তদান শিবিরেরও। |