|
|
|
|
ফের অশান্তি লাউদোহায় |
তৃণমূল কর্মীর খড়ের গাদায় আগুন, অভিযুক্ত সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক তৃণমূল কর্মীর খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ফরিদপুর (লাউদোহা) থানার লবণাপাড়া গ্রামের ঘটনা। শুক্রবার এই ঘটনায় ১২ জন সিপিএম কর্মী-সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। সিপিএমের অবশ্য দাবি, এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই লবণাপাড়া এলাকায় সিপিএম এবং তৃণমূলের মধ্যে চাপান-উতোর লেগে রয়েছে। গত মঙ্গলবার রাতেই গ্রামীণ বিবাদ থেকে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বেধে যায়। সংঘর্ষে জখম দু’পক্ষের মোট পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরে বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মী শেখ সিরাজুলের খড়ের গাদায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ফের দু’পক্ষের মধ্যে চাপান-উতোর শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ তৃণমূল কর্মী শেখ সিরাজুল তাঁর খড়ের গাদায় আগুন লেগেছে জানিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন। তার পরেই সবাই মিলে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেখ সিরাজুল জানান, রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তাঁর। বাতাসে পোড়া গন্ধ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখেন, খড়ের গাদায় দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনে জেগে ওঠেন আশপাশের বাসিন্দারা। পড়শিরাই বালতিতে করে জল নিয়ে এসে খড়ের গাদায় ঢালতে থাকেন। ধীরে ধীরে আগুন আয়ত্তে আসে।
সিরাজুল অভিযোগ করেন, কয়েক দিন ধরে গ্রামে তৃণমূলের সঙ্গে অশান্তি চলার কারণেই সিপিএমের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। শুক্রবার সকালে এই ঘটনার খবর পেয়ে গ্রামে যান তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। তাঁর দাবি, “এলাকায় সিপিএমের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তা সত্ত্বেও দিন দু’য়েক আগে আমাদের তিন কর্মীকে মারধর করে ওরা। তাতেও ক্ষান্ত না হয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ জারি রাখতে আমাদের কর্মী শেখ সিরাজুলের খড়ের গাদায় আগুন ধরিয়ে দিল ওরা।” সুজিতবাবু জানিয়েছেন, এ দিন দুপুরে ফরিদপুর (লাউদোহা) থানায় এই ঘটনায় ১২ জন সিপিএম কর্মী-সমর্থকের নামে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সিপিএম অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকদের দাবি, দিন দু’য়েক আগে সংঘর্ষের ঘটনার পরে দুই সিপিএম কর্মীকে পুলিশ গ্রেফতার করে। সিপিএমও পাল্টা অভিযোগ দায়ের করে। পুলিশের হাত থেকে বাঁচতে তৃণমূল কর্মীরা নিজেরাই শেখ সিরাজুলের খড়ের গাদায় আগুন লাগিয়ে নতুন করে সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পাণ্ডবেশ্বরের সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের দাবি, “সামান্য এক গ্রামীণ বিবাদকে রাজনৈতিক রং দিয়ে সিপিএম কর্মী-সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। |
|
|
|
|
|