এখনও নড়াচড়ার নাম নেই। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত একই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়িয়ে যাচ্ছে ভারী বর্ষণের সম্ভাবনা। আবহবিদেরা জানাচ্ছেন, আজ, শুক্রবার সকালে তা উপকূলের দিকে সরে আসতে পারে। আর সেটি স্থলভূমির দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে তত বৃষ্টি বাড়বে বলে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস।
ঘূর্ণাবর্তটির প্রভাবে মঙ্গলবারই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষার বৃষ্টি নেমে গিয়েছে। বর্ষার দাক্ষিণ্য থেকে বাদ যায়নি পশ্চিমাঞ্চলও। বস্তুত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলেরই জেলা পশ্চিম মেদিনীপুরে ৮৬ মিলিমিটার। পশ্চিমাঞ্চলের অন্য দুই জেলা বাঁকুড়া-পুরুলিয়াও মোটামুটি ভাল বর্ষার মুখ দেখেছে। বৃহস্পতিবার বর্ধমান-নদিয়া-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-হাওড়া-হুগলি ও দুই ২৪ পরগনায় যথেষ্ট বৃষ্টি হয়েছে। আজ, শুক্রবারেও গোটা দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর। রাজ্য কৃষি দফতর সূত্রের খবর: বৃষ্টি শুরু হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধানচাষের জন্য বীজতলা তৈরির কাজ অনেকটা এগিয়েছে। কোথাও কোথাও বীজও ছড়ানো হয়ে গিয়েছে। বর্ষা সাধারণত কয়েকটা পর্যায়ে হয়। তাই প্রথম পর্যায়ের লাভটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি দফতর।
আলিপুর জানাচ্ছে, ঘূর্ণাবর্তটি আজ শুক্রবার সকালে স্থান পাল্টাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। সেটি স্থলভূমির দিকে যত এগিয়ে আসবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রাবল্য তত বাড়বে। আবহবিদদের ধারণা, ঘূর্ণাবর্তটি স্থলভূমিতে ঢুকে দুর্বল হয়ে সরে যাবে উত্তরবঙ্গের দিকে। তাই সেটি ভূখণ্ডে প্রবেশের কিছু সময় পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, অন্য দিকে বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গে। কলকাতা অবশ্য এখনও সে ভাবে বর্ষার বৃষ্টি পায়নি। গত চব্বিশ ঘণ্টায় মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মহানগরে।
আলিপুরের আশা, ঘূর্ণাবর্তের দৌলতেই আজ শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এই ক’দিন বৃষ্টি তেমন না-হলেও ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু কলকাতায় সেই চরম অস্বস্তিকর আবহাওয়া কেটে গিয়েছে। নেমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। তবে ঘূর্ণাবর্ত সরে গেলে ফের আর্দ্রতা বেড়ে অস্বস্তির পারদ চড়বে বলে জানিয়ে রাখছেন আবহবিদেরা।
|
বর্ষণ খতিয়ান |
জেলা |
কত বৃষ্টি* |
পশ্চিম মেদিনীপুর |
৮৬ |
পূর্ব মেদিনীপুর |
৩৪ |
হুগলি |
৩৪ |
দক্ষিণ ২৪ পরগনা |
২২ |
হাওড়া |
২২ |
পুরুলিয়া |
১৭ |
বাঁকুড়া |
১৭ |
* মিলিমিটারে, বুধবার সকাল
থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত |
|