|
|
|
|
টুকরো খবর |
ভুটভুটি-মালিকদের ধর্মঘট সুন্দরবনে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ভাড়া বাড়ানো-সহ নানা দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করল সুন্দরবন ভুটভুটি সমিতি। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জঙ্গলে এবং নদীপথে নজরদারি চালানোর জন্য ভুটভুটি ভাড়া নেওয়া হয়। শুধু সেই সব ভুটভুটিই নয়, সব ভুটভুটির মালিকেরাই এই ধর্মঘটে সামিল হয়েছেন। ধর্মঘটের জেরে সুন্দরবনের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা অনেকটাই বিঘ্নিত হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। সুন্দরবন ভুটভুটি সমিতির সম্পাদক বিশ্বজিৎ জানা বলেন, “জিনিসের দাম বাড়ছে। কর্মীদের মজুরি বেড়েছে। অথচ, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ভুটভুটির ভাড়া বাড়াচ্ছে না। এখন আবার নতুন টেন্ডার করে ভুটভুটি ভাড়া নেওয়ার কথা বলা হচ্ছে। এমন ব্যবস্থা হলে আমরা চরম সমস্যায় পড়ব। এরই প্রতিবাদেই আমাদের এই ধর্মঘট।” সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায় বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছর টেন্ডার ডেকে ভুটভুটি ভাড়া নিতে হয়। সরকারি নিয়মেই ভাড়া বাড়ানো হয়। ভুটভুটির মালিকেরা আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই ধর্মঘট ডেকেছে। আপাতত আমাদের নিজস্ব লঞ্চ এবং স্পিডবোটে নজরদারি চালানো হবে।” |
পুকুরে কীটনাশক, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পুকুরে কীটনাশক ফেলে মাছ মারার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজনের নাম সফিক মোল্লা। অন্য জনের নাম মহম্মদ আলি মোল্লা। পরিবারের অন্য সদস্যরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বাংলানি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুল রউফ মোল্লা ও জয়নাল মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। পুলিশের কাছে অভিযোগে আব্দুল রউফ জানান, তাঁদের একটি বড় পুকুর রয়েছে। সেখানে বাগদা, গলদা, কাতলা-সহ নানা প্রজাতির লক্ষাধিক টাকার মাছ চাষ করা হয়েছিল। পুকুরের পাশেই বাড়ি জয়নাল মোল্লার। রউফের দাবি, এ দিন ভোরে তাঁর স্ত্রী দেখেন, তাঁদের পুকুরেরর জলে কীটনাশক মেশাচ্ছেন জয়নাল ও তাঁর ছেলেরা। খবর জেনে তাঁরা গিয়ে দেখেন বিষক্রিয়ায় পুকুরের প্রচুর মাছ মারা গিয়েছে। রউফের অভিযোগ, পুকুরের পাশে বাড়ি হওয়ায় জয়নাল ও তাঁর ছেলেরা প্রায়ই ওই পুকুরে মাছ ধরত। তিনি কয়েকবার নিষেধও করেন। তা নিয়ে অশান্তি হয়। তার জেরেই জয়নালরা এই কাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগও দায়ের করেন। ঘটনার পরে পুলিশ জয়নাল ও তাঁর ভাইকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। যদিও জয়নালের দাবি, চক্রান্ত করে মিথ্যা অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |
নতুন কমিশনার |
ব্যারাকপুর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার নিযুক্ত হলেন সঞ্জয় সিংহ। সঞ্জয় মুখোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। বৃহস্পতিবার সকালে সঞ্জয়বাবু কার্যভার গ্রহণ করেন। |
|
|
|
|
|