কিছুই করেননি, নিজের রাজ্যে অভিযুক্ত সাংমাও
রাইসিনা হিলের দৌড়ের দুই প্রস্তাবিত রাষ্ট্রপতি পদপ্রার্থীর অবস্থা কার্যত একই রকম। কংগ্রেস প্রার্থী প্রণব মুখোপাধ্যায় জাতীয় স্তরের ভোটের পাটিগণিতে বিজেপি-সমর্থিত প্রার্থী পূর্ণ অ্যাজিটক সাংমার তুলনায় এগিয়ে থাকলেও স্ব-স্ব রাজ্যে দু’জনের বিরুদ্ধে একই অভিযোগ, উনি রাজ্যের জন্য কিছুই করেননি। অর্থাৎ নিজেদের রাজ্যে দু’জন একই রকম ‘সমান মাঠে’ খেলতে নেমেছেন।
প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রধান শাসক দলের অভিযোগ: উনি কখনওই রাজ্যের কথা ভাবেননি। নিজের জাতীয় নেতার ভাবমূর্তি গড়তে, ফিরে তাকাননি পশ্চিমবঙ্গের দিকে। আর পূর্ণ সংমার বিরুদ্ধে অভিযোগ: মন্ত্রী হয়ে উনি। পরিবারের ‘উন্নয়ন’ করেছেন। নিজের রাজ্য তো দূরের কথা, ফিরে তাকাননি গারো পাহাড়ে নিজের গ্রামটির দিকেই। এই অভিযোগ আর এক গারো নেতা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার।
গত কাল পূর্ণ নিজেকে, ‘গোটা দেশের উপজাতি শ্রেণীর প্রতিনিধি’ বলে উল্লেখ করেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার বক্তব্য, “উনি নিজে বিলাসব্যসনে জীবন কাটান। উপজাতি কল্যাণে সাংমা তেমন কিছু করেছেন বলে তো জানি না। গোটা দেশ এমন কী গারো পাহাড় বাদ দিন, সাংমার নিজের গ্রাম ও তাঁর স্ত্রীর গ্রামে গেলেই দেখা যাবে নিজের পরিবারের উন্নতি ছাড়া, কারও উন্নতিতেই পূর্ণ সাংমার কোনও অবদান নেই।” রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, লোকসভার প্রাক্তন স্পিকার ও রাজ্য রাজনীতিতে ‘দল ভাঙার ওস্তাদ খেলোয়াড়’ বলে খ্যাত পূর্ণ সাংমাকে ‘ব্যর্থ রাজনীতিক’ আখ্যা দিয়েছেন মুকুল।
রাজ্য এনসিপির মুখে অবশ্য কুলুপ। দলের মুখপাত্র জেম্স সাংমা ও বিরোধী দলনেতা কনরাড সাংমা তাঁদের বাবা, পূর্ণ সাংমার সঙ্গে দিল্লিতে। সভাপতি ডব্লিউ খারলুখি বলেন, “শনিবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা। তারপরেই ঠিক হবে রাজ্য এনসিপি কোন পথে যাবে। ঠিক হবে এনসিপি এ রাজ্যে আদৌ থাকবে কিনা, তাও।”
তবে মুখ্যমন্ত্রী যাই বলুন গারো পাহাড় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে পূর্ণ সাংমার উপস্থিতিতে উৎসাহিত। পূর্ণের সমর্থনে সোস্যাল নেটওয়ার্কে গোটা পাঁচেক কমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। সেখানকার ব্যবসায়ী, গৃহকর্ত্রী, ছাত্র, সরকারী কর্মীরা উত্তর-পূর্ব তথা গারো পাহাড়ের এক নেতাকেই দেশের সর্বোচ্চ পদে দেখতে আগ্রহী।
পূর্ণকে সমর্থন জানিয়েছে রাজ্যের জোট সরকারের শরিক ইউডিপি। দলের কার্যনির্বাহী সভাপতি তথা উপ-মুখ্যমন্ত্রী বিন্দো এম লানোং বলেন, “বিজেপি পূর্ণকে সমর্থন জানানোয় এখন খেলা জমেছে। এ বার তৃণমূল পূর্ণকে সমর্থন করলে প্রণববাবুর জয় সহজ হবে না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.