|
|
|
|
রাষ্ট্রপতি নির্বাচন |
জোর খাটাচ্ছে কংগ্রেস, অভিযোগ বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কংগ্রেস গায়ের জোরে রাষ্ট্রপতি নির্বাচনে জিততে চাইছে বলে অভিযোগ তুলল বিজেপি।
আজ পূর্ণ সাংমাকে সমর্থনের কথা ঘোষণা করতে গিয়ে বিজেপি নেতা অরুণ জেটলি বলেন, “কংগ্রেস রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা আদায়ের জন্য সব রকম ছলাকলার আশ্রয় নিচ্ছে। প্রথমে সনিয়া গাঁধীর প্রস্তাব করা নাম মুলায়ম সিংহ যাদব খারিজ করে দিলেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে এমন কী হল, যে তিনি ভোল পাল্টালেন! সমর্থন আদায়ের জন্য তদন্তকারী সংস্থাকেও কাজে লাগাচ্ছে সরকার। এই কৌশলে রাজনৈতিক দলগুলিকে প্রভাবিত করতে পারে কংগ্রেস, কিন্তু লোকসভা নির্বাচনে আম-ভোটারদের এই ভাবে প্রভাবিত করা সম্ভব নয়।”
কংগ্রেসকে চাপে রাখতে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল দেশ জুড়ে জেল ভরো আন্দোলনে নামছে বিজেপি। সামিল হচ্ছেন দলের সব শীর্ষ নেতাই। বিজেপি নেতৃত্ব জানেন, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এখন যা পরিস্থিতি, তাতে তাঁদের প্রার্থীর জেতার সম্ভাবনা নেই। তাই এই লড়াইকে প্রতীকী স্তরে রেখে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনকে আরও সংগঠিত করারই কৌশল নিচ্ছেন তাঁরা। কাছে টানতে চাইছে নবীন পট্টনায়ক, জয়ললিতা এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
জেটলির মতে, নবীন ও জয়ার মতো কংগ্রেস-বিরোধী শক্তি সঙ্গে আসায় তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা ধাক্কা খেল। মুলায়মও আর সেই ফ্রন্টের স্বপ্ন দেখতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচনে ঘিরে নীতীশ কুমার বা বাল ঠাকরে ভিন্ন পক্ষে ভোট দিলেও এনডিএ অটুট থাকবে বলে তাঁর দাবি। কারণ, নীতীশ বিজেপি-কে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আজ প্রণবকে সমর্থনের কথা ঘোষণা করেও তার প্রভাব এনডিএ-তে পড়বে না বলে জানান জেডিইউ নেতা।
সুষমা স্বরাজ অবশ্য আজ বলেন, “জেডিইউ এবং শিবসেনাকে এখনও বোঝানোর চেষ্টা করছি, যাতে তারা অবস্থান পুনর্বিবেচনা করে। মেনকা গাঁধী থেকে ইয়েদুরাপ্পার মতো যে সব নেতা প্রকাশ্যে প্রণববাবুকে সমর্থনের কথা বলছেন, আজকের আমাদের দলের অবস্থান ঘোষণার পর আর কেউ ভিন্ন সুরে কথা বলবেন না।” |
|
|
|
|
|