|
|
|
|
চাবুয়া বিমান ঘাঁটি |
গোপন তথ্য সংগ্রহের অভিযোগে বরখাস্ত বিমানবাহিনীর অফিসার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বের বিমানঘাঁটিগুলি নিয়ে বিভিন্ন গোপন তথ্য নিজের কাছে রাখার অভিযোগে, চাবুয়ায় কর্মরত এক জুনিয়র কমিশন্ড অফিসারকে বরখাস্ত করল ভারতীয় বিমানবাহিনী। পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে ছ’টি সিডি ও একটি হার্ড ডিস্ক-সহ ভগবান সিংহ নামে ওই অফিসারকে আটক করা হয়েছিল। সিডি ও হার্ডডিক্স পরীক্ষা করে দেখা যায়, সেখানে বিমানবাহিনীর নানা গোপন তথ্য, বিশেষ করে উত্তর-পূর্বের বিমান ঘাঁটি, সুখোই-৩০ ঘাঁটির বিশদ বিবরণ রয়েছে। এক জুনিয়র অফিসারের কাছে গোপন তথ্যের এমন ভাণ্ডার দেখে বিমানবাহিনীর বিশেষ আদালতের বিচারক বিস্মিত।
তদন্তকারীরা জানতে পেরেছেন, চাবুয়া বিমান ঘাঁটির বেশ কিছু কমপিউটারে এই সব তথ্য, কোনও রকম সুরক্ষা ছাড়াই রাখা আছে। যে কেউ তথ্যগুলি অনায়াসেই পেন ড্রাইভ বা সিডিতে লোড করে নিতে পারে। সেই সুযোগেই গত বছর অবধি চাবুয়ায় কর্মরত ভগবান সিংহ তথ্য সংগ্রহ করেন। চাবুয়ার তথ্য-প্রযুক্তি আধিকারিকদের পুরো কমপিউটার সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে বলা হয়েছে। ভগবান সিংহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সুরক্ষায় গাফিলতির অভিযোগে, চাবুয়ার এক উইং কম্যান্ডার-সহ একাধিক অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভগবান তথ্যগুলি অন্য দেশের হাতে তুলে দিয়েছেন। তবে বিমান বাহিনীর মুখপাত্র, উইং কম্যান্ডার গেরার্ড গালওয়ে জানান, নিয়ম বহির্ভূতভাবে বিমান বাহিনীর আভ্যন্তরীণ তথ্য নিজের কাছে রাখায় ভগবানকে দোষী সব্যস্ত করা হয়েছে। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনও যোগ নেই। বিমান বাহিনীর আবহাওয়া বিভাগে কাজ করতেন ওই অফিসার। তাঁর পক্ষে বিমানবাহিনীর রণকৌশল, অস্ত্র সম্ভার সংক্রান্ত সব গোপন খুঁটিনাটি তথ্য জানা সম্ভব নয়। |
|
|
|
|
|