টুকরো খবর
প্রাক্তনদের আন্দোলন
নিয়মিত পেনশন চালু করা-সহ অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধার দাবিতে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা। বুধবার দিনভর অবসরপ্রাপ্তদের দুটি সংগঠন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফোরামের সদস্যারা রায়গঞ্জ ডিপো চত্বরে বিক্ষোভ দেখান। পাশাপাশি, তাঁরা একঘন্টা ডিপোর সামনে পথ অবরোধ করেন। এরপর দুটি সংগঠণের তরফে নিগমের রায়গঞ্জের ডিভিশন্যাল ম্যানেজারকে ঘেরাও করে তাঁর মাধ্যমে নিগমের এমডি-র কাছে স্মারকলিপি পাঠানো হয়। আন্দোলনকারীদের তরফে সম্পাদক শ্যামাপদ অধিকারি ও উৎপল নিয়োগী বলেন, “অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন ও বকেয়া আর্থিক সুযোগ সুবিধা না পেয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। সংসার চালাতে ও চিকিৎসার খরচ জোগাতে হিমসিম খেতে হচ্ছে। আগামী একমাসের মধ্যে নিয়মিত পেনশন চালু করে অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া না হলে আমরা আমরণ অনশনে বসব। অনির্দিষ্টকালের জন্য সরকারি বাস অবরোধ করতেও বাধ্য হব।” অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, গত ফ্রেব্রুয়ারি মাস থেকে নিগমের প্রায় ২৬০০ জন অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পাচ্ছেন না। এর আগে ২০১১ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের অর্ধেক পেনশন দেওয়া হয়েছে। নিগমের নির্দেশে ২০১১ সালের অক্টোবর মাসে ১১২ অবসরপ্রাপ্ত কর্মী লাইফ সার্টিফিকেট জমা দিয়ে দিলেও তাঁরা পেনশন হাতে পাননি।

জট খুলতে ফরেন্সিক সাহায্য নেবে পুলিশ
গৃহবধূ ও তরুণের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ফরেন্সিক বিশেষজ্ঞদের দ্বারস্থ হল দক্ষিণ দিনাজপুরের তপন থানার পুলিশ। ৮ দিন যাবত নিখোঁজ ওই দুজনের পচাগলা মৃতদেহ সোমবার রাতে এলাকার রামচন্দ্রপুর অঞ্চলের সোয়াইল গ্রামের পাটের জমি থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতরা হলেন, দীপালি বর্মন (৩৪) এবং দীপক বর্মন (১৯)। একই এলাকার বাসিন্দা প্রতিবেশি ওই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। তবে এখনও পর্যন্ত মৃতদের কোনও পক্ষের তরফেই পুলিশের কাছে অভিযোগ না-হওয়ায় ধন্ধে পড়েছে পুলিশ। গত ১১ জুন থেকে ওই দুজন নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে পাট খেতে পাশাপাশি তাদের মরদেহ গত ১৮ জুন, সোমবার রাতে উদ্ধার হয়। তার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যান মৃতার স্বামী শিবেন বর্মন ও জামাইবাবু ধর্ম রায়। তপন থানার ওসি সঞ্জীব বিশ্বাস বলেন, “কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। ফলে দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে খুনের ঘটনা বলে মনে হলেও বিশেষজ্ঞের পরীক্ষা ছাড়া স্পষ্ট বলা সম্ভব নয়। দেহ দুটি ফরেন্সিক পরীক্ষার জন্য এদিন কলকাতায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই জোড়া মৃত্যুর রহস্য জানা যাবে।” পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “তদন্তের পাশাপাশি ফরেন্সিক রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

বউকে মেরে ফেরার স্বামী
প্রেমিকাকে পেতে স্ত্রীকে খুন করে উধাও হয়েছেন স্বামী। মঙ্গলবার রাতে মানিকচক থানার হরিপুর নিমতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে মনিকচক থানার হরিপুর নিমতলার কাছে রাস্তার ধারে ওই গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সীমা মণ্ডল (২৫)। খুনের ঘটনায় পুলিশ মৃতার শ্বশুর, শাশুড়িকে আটক করেছে। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অন্য এক মহিলার সঙ্গে মৃতার স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করে স্বামী পালিয়ে গিয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত স্বামী ও তাঁর প্রেমিকাকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ বছর আগে রতুয়ার দূর্গাপুর গ্রামের অর্জুন মণ্ডলের সঙ্গে মানিকচকের লক্ষীপন গ্রামের সীমার বিয়ে হয়েছিল। বিয়ের এক বছর পর স্বামীর সঙ্গে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানতে পারেন সীমা দেবী। তা নিয়ে দু’জনের মধ্যে গোলমাল শুরু হয়। স্ত্রীকে মারধর শুরু হয়। মঙ্গলবার অর্জুনবাবু মানিকচকে শ্বশুরবাড়িতে ফোন করে জানান, স্ত্রীকে নিয়ে সেখানে যাচ্ছেন। বেলা গড়িয়ে গেলেও সীমা বাড়ি না-ফেরায় শুরু হয় খোঁজ। এ দিন মানিকচকের হরিপুর নিমতলার কাছে সীমার দেহ উদ্ধার হয়।

লরির ধাক্কায় মৃত্যু, জখম ২
ট্রাকের ধাক্কায় গরুর গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটে গোয়ালপোখরের বিপ্রিত এলাকায় রাজ্য সড়কে। মৃত ব্যক্তির নাম মহম্মদ বারাতু (৩৫)। তাঁর বাড়ি গোয়ালপোখর থানার মসনাইভিটা এলাকায়। পএদিন সকালে গরুর গাড়ি করে হাটে ভূট্টা নিয়ে যাওয়ার পথে কলকাতা থেকে আসামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গরুর গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ বারাতুর। সেই গরুর গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি মহম্মদ চানি ও মহম্মদ আবরালের আঘাত গুরুতর হওয়ায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.