বাতিল বাস নিলামে বিক্রি করে নতুন বাস কেনার পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ (এনবিএসটিসি)। নিগম সূত্রেই জানা গিয়েছে, এক বছরের বেশি সময় আগে শিলিগুড়ি, কোচবিহার, বহরমপুর, রায়গঞ্জ সহ বিভিন্ন ডিভিশনে ১১৫টি বাস বাতিল বলে চিহ্নিত করা হয়। সংস্থার ‘ভ্যালুয়েশন’ কমিটি ওই বাসগুলির নূন্যতম দাম ধার্য্য করে দিয়েছে। তার ভিত্তিতেই ওই বাসগুলি অনলাইন নিলামে বিক্রির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৬৪টি বাতিল বাস বিক্রি করে দেড় কোটি টাকা সংস্থার ঘরে এসেছে। সংস্থার আধিকারিকেরা জানিয়েছেন, এ ছাড়া ৫১টি বাতিল বাস চলতি মাসের মধ্যে নিলামে বিক্রি করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই বাসগুলি নিলাম করা হলে আরও অন্ততঃ এক কোটি টাকা পাওয়া যাবে বলে মনে করছেন এনবিএসটিসির আধিকারিকেরা। ওই বাস বিক্রির সমস্ত টাকা সংস্থার নতুন বাস কেনার কাজে খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে এবার পুজোর আগেই কমপক্ষে ১১ টি নতুন বাস কেনা সম্ভব হবে। এনবিএসটিসি’র ম্যানেজিং ডাইরেক্টর সি মুরুগণ বলেন, “১৪ বছর বা তার বেশি সময়ের পুরানো ১১৫টি বাস চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেগুলি সংস্থার সংশ্লিষ্ট কমিটি বিক্রির সুপারিশ করেছে। ওই বাসগুলি বিক্রি করে প্রাপ্য টাকার পুরোটা দিয়েই নতুন বাস কেনা হবে বলে ঠিক হয়েছে। ইতিমধ্যে ওই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে।” সংস্থার চলতি বছরে মে মাসে টিকিট বিক্রি করে গত পাঁচ বছরের মধ্যে সর্বাধিক টাকা আয় হয়েছে। ওই আয়ের পরিমাণ ৬ কোটি ২১ লক্ষ টাক। তার আগে এপ্রিলে টিকিট বিক্রি করে নিগমের আয় হয় ৫ কোটি ৮৭ লক্ষ টাকা। গত কয়েকমাস থেকেই রাজ্য সরকার আয় বাড়ানোর ওপর জোর দেওয়ায় বন্ধ রুট চালু, শিলিগুড়ি-কোচবিহার বাস পরিষেবা বাড়ানো, বাসে নজরদারি বাড়ানো, ব্যয় সঙ্কোচ, তেলের অপচয় বন্ধ করার মত নানা বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়। তবে এর পরেও অবশ্য তাদের উদ্বেগ কমছে না সংস্থার আধিকারিকদের। কারণ সংস্থার কর্মীদের বেতন দিতেই প্রতিমাসে ১২ কোটি টাকা দরকার হয়। সেইজন্য আয় বাড়ানোর পরিকল্পনা ঢেলে সাজা হয়েছে। তাতে নিগমের ‘অনরোড’ বাসের সংখ্যা বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। ঠিক হয়েছে, পুজোর আগেই ২৫ টি নতুন বাস রাস্তায় নামানো হবে। এজন্য সাড়ে ৫ কোটি টাকা দরকার। নিগমের এক আধিকারিক জানিয়েছেন, বাস কেনার জন্য নিগমের হাতে আছে ২ কোটি টাকা। পুরানো বাস বিক্রি করে ইতিমধ্যে দেড় কোটি টাকা পাওয়া গিয়েছে। আরও ১ কোটি টাকা ওই খাত থেকে পাওয়া যাবে। বাকি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বরাদ্দ দেবে বলে আশ্বাস মিলেছে। সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর বলেন, “গত মাসে ৩৮৫টি বাস রাস্তায় চলেছে। পুরানো চলাচলযোগ্য কিছু বাস মেরামত করায় ওই সংখ্যা বেড়ে ৪১০টি হয়েছে। পুজোর আগে আরও ২৫টি নতুন বাস নামানো হবে। তারমধ্যে অন্ততঃ ১১টি বাস বাতিল বাস বিক্রির টাকায় কেনা যাবে বলে আমরা আশা করছি।” |