|
|
|
|
সড়ক সংস্কার চেয়ে হুমকি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সাত দিনের মধ্যে বাগডোগরা-গলগলিয়া ৩১ (সি) জাতীয় সড়ক মেরামতি না-হলে আদালতে যাওয়ার হুমকি দিল শিলিগুড়ি মিনিবাস সিন্ডিকেট। সংগঠনের পক্ষ থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে কয়েক দফায় সমস্যার কথা জানানোর পরে পূর্ত দফতরের জাতীয় সড়ক-৯ বিভাগের পক্ষ থেকে বুধবার থেকে গর্ত বোজানোর কাজ শুরু হয়েছে। তাতে সন্তুষ্ট নন বাস মালিকেরা। এদিন সংগঠনের সাধারণ সভা হয়। মিনিবাস সিন্ডিকেটের সম্পাদক মৃণালকান্তি সরকার বলেন, “ন্যূনতম হলেও পিচ ঢেলে মেরামত করতে হবে। যাতে বর্ষায় ফের রাস্তা বেহাল হয়ে না-পড়ে। সাত দিন দেখব। পরিস্থিতির উন্নতি না-হলে না-হলে আদালতে যাব।” পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র নির্মল মণ্ডল বলেন, “আপাতত গর্ত বুজিয়ে দেওয়া এবং বৃষ্টি হলে রাস্তায় যাতে জল না-দাঁড়ায় সেই ব্যবস্থা হচ্ছে। এর পরে পিচ ঢেলে রাস্তা বেহাল অংশ মেরামত করা হবে।” দফতর সূত্রে জানা গিয়েছে, কেবল ৩১ (সি) জাতীয় সড়কই নন, পুরো ৩১ নম্বর জাতীয় সড়কের সমস্ত বেহাল অংশই মেরামতির পরিকল্পনা হয়েছে। পরিকল্পনায় ফালাকাটা-পুণ্ডিবাড়ি, পুণ্ডিবাড়ি-রাজারহাট, তুফানগঞ্জ-বক্সিরহাট, ধূপগুড়ি-তেলিপাড়া, দমনপুর-সলসলাবাড়ি, মাদারিহাট-নিমতিও রয়েছে। সড়ক মেরামতির দাবিতে সোমবার থেকে হাতিঘিষায় লাগাতার অবস্থান বিক্ষোভে নেমেছে সিপিএমের নকশালবাড়ি জোনাল কমিটি। আগামী ২২-২৩ জুন ওই সড়কে যাত্রী পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা। এ দিন বিক্ষোভে যোগ দিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানান দলের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার। অশোকবাবু প্রশ্ন তোলেন, “যে সরকার যেখানে সেখানে টাকা বিলোচ্ছে তাদের রাস্তা মেরামতির টাকা নেই, এই যুক্তি মানা যায় না। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ সিপিএমের নয়, এলাকার প্রতিটি বাসিন্দার।” আন্দোলনকারীদের অভিযোগ, যেভাবে মেরামত হচ্ছে তাতে বৃষ্টি হলে ফের রাস্তা বেহাল হয়ে পড়বে। |
|
|
|
|
|