|
|
|
|
দিনেদুপুরে বাইক থেকে হার ছিনতাই শিলিগুড়িতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দিনের বেলা কলেজ যাওয়ার পথে এক শিক্ষিকার গলার চেন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুই বাইক দুষ্কৃতী। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার শিবমন্দির সংলগ্ন শিলিগুড়ি বিএড কলেজের সামনে। পুলিশ জানায়, ওই শিক্ষিকার নাম নীতা চন্দ। তিনি শিলিগুড়ি বিএড কলেজের শিক্ষিকা। কলেজ সংলগ্ন এলাকাতেই তিনি থাকেন। গত দুই মাসে শিলিগুড়ি, প্রধাননগর এবং মাটিগাড়া এলাকা মিলিয়ে একই কায়দায় পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এদিন দুপুরে লেকটাউন থেকে এক যুবককে শিলিগুড়ির এসএফ রোড থেকে একত মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম, অভিজিৎ দত্ত। তার বাড়ি ভক্তিনগরে। তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। যে বাইকটি নিয়ে অভিজিৎ ছিনতাই করত তা আটক করেছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “একটি ছিনতাইয়ের ঘটনায় ধৃত যুক্ত রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। বাকি যে ঘটনাগুলি ঘটেছে তার সঙ্গে ওই যুবকের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন নীতা চন্দ। কলেজে ঢোকার মুখে একটি মোটরবাইকে দু’জন গিয়ে চলন্ত অবস্থায় তাঁর গলার চেন টান মেরে নিয়ে পালিয়ে যায়। সামান্য চোট পান ওই শিক্ষিকা। তাঁর স্বামী প্রণববাবু ওই কলেজের অধ্যক্ষ। তিনি জানান, নীতা দেবীর সঙ্গে তিনিও কলেজে যাচ্ছিলেন। তিনি দ্রুত গতিতে হাঁটায় একটু এগিয়ে যান। সেই সময় ঘটনাটি ঘটে। স্ত্রীর চিৎকার শুনে তিনি পিছন ফিরে দেখেন দুটি ছেলে বাইকে কদমতলার দিকে পালিয়ে যায়। তিনি বলেন, “ওই যুবক দু’জন কলেজের সামনে একটি ওষুধের দোকানে দাঁড়িয়েছিলেন। আচমকা তারা ওই ঘটনা ঘটায়। পুলিশকে সব জানিয়েছি। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।” পুলিশ সূত্রের খবর, মে মাসের ৬ তারিখে শিলিগুড়ির এসএফ রোডে এক মহিলার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ওই ব্যাগে একটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিল। ওই মোবাইলের সূত্রে ধরেই পুলিশ এদিন অভিজিৎকে গ্রেফতার করে। এ ছাড়া মাসখানেক আগে প্রধাননগর থানার মার্গারেট স্কুলের সামনে থেকেও এক মহিলার গলার চেন কেড়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। মাস দেড়েক আগে শিবমন্দিরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে টাকা তুলে খড়িবাড়িতে ফিরছিলেন। সেই সময়েই পিছন থেকে বাইক নিয়ে গিয়ে দুই দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পুলিশের ধারণা, কোনও একটি দল ওই ঘটনার সঙ্গে জড়িত। দুষ্কৃতীদের কয়েকজন রাজগঞ্জ এলাকার বলে পুলিশ জানতে পেরেছে। |
|
|
|
|
|