কর্পোরেশন গড়ার প্রক্রিয়া চলছে |
বেহাল আর্ট গ্যালারি, করলার জীর্ণ দশা, রিকশা ভাড়া, প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে শুরু করে জলপাইগুড়ি
পুরসভার
কর্পোরেশন হয়ে ওঠার প্রস্তাব কোন পর্যায়ে এমন নানা প্রশ্ন উঠল আনন্দবাজারের পাঠকদের সঙ্গে পুর
চেয়ারম্যান
মোহন বসুর
আলাপচারিতায়। কী জবাব দিলেন চেয়ারম্যান? কোন সমস্যা, কী ভাবে কবে সমাধান
হতে পারে
সে ব্যাপারে কী বললেন? সঞ্চালনায় ছিলেন কিশোর সাহা। ৮ জুন জলপাইগুড়ি
পুরসভার হলে
অনুষ্ঠানের বাছাই অংশের শেষ পর্ব আজ, প্রকাশিত হল। |
|
সম্প্রতি ঘোষণা হয়েছে, যারা আইনকে পেশা করেছেন তাদের পুরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। এটা যদি বিশদে ব্যাখ্যা করেন।
অভিনন্দন চৌধুরী, সম্পাদক,
বার আসোসিয়েশন।
যে সব পেশাদার আইনজীবী চেম্বার করেন, তাদের সরকারি আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স নিতে হবে। তবে আপনি বাড়ির ভেতরে আইন চর্চা করলে ট্রেড লাইসেন্স নিতে হবে না। নির্দিষ্ট ভাবে পৃথক চেম্বার করলে ট্রেড লাইসেন্স নিতে হবে। যেমন চিকিৎসকদের নিতে হয়। |
|
সন্ধ্যার পরে জলপাইগুড়ি টাউন স্টেশনের ছবিটা ভীষণ খারাপ। অসামাজিক কার্যকলাপ হয়। একটিও রিকশা থাকে না। কিছু করা যায়?
মিহির বন্দোপাধ্যায়,
আয়কর আইনজীবী।
স্টেশন চত্বরে স্থায়ী পুলিশ ক্যাম্প চাই। সমস্যার কথা লিখিত ভাবে পুরসভাকে জানালে সুবিধা হয়। তা হলে এই বিষয়ে পুলিশ সুপারকে জানাতে পারি। |
|
অবৈধ নির্মাণের অনেক অভিযোগও শুনি। পুরসভা কী বলছে?
প্রসাদ রায়, কলেজ শিক্ষক।
নির্দিষ্ট অভিযোগ জমা দিলে ব্যবস্থা নেওয়া হবে। |
|
শহরের স্টেশন বাজার এলাকায় পুরসভা বাজার ভবন তৈরি করবে বলেছিল, তার কি হল?
নিলয় ভট্টাচার্য, ব্যাঙ্ককর্মী।
জমি পুরসভার। এখানে নতুন বাজার ভবন তৈরির প্রস্তাব এসজেডিএকে দেওয়া হয়েছে। তবে রেল সম্প্রতি চিঠি দিয়ে বলেছে তারা সেখানে বাজার ভবন তৈরি করবে। |
|
প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে সচেতনতার কথা অনেক হয়েছে। পুরসভা কী কোনও আইন প্রণয়ন করেছে।
পান্থ দাশগুপ্ত, চিকিৎসক।
কোনও প্লাস্টিক ক্যারিব্যাগ চলবে না। যে প্লাস্টিক ব্যবহার করবে এবং যে সরবরাহ করবে উভয়কেই ফাইন করা হবে। থার্মোকল ফেললেও জরিমানা করা হবে। |
|
করলায় বিষ-কাণ্ড হয়ে গেল। শহরের বুক চিরে বয়ে যাওয়া এই নদীর এমন হাল দেখে খুব কষ্ট হয়।
শাশ্বতী গঙ্গোপাধ্যায়, ছাত্রী।
করলা নদীর দূষণ নিয়ে বিশদ সমীক্ষা করার কাজ শেষ হয়ে গিয়েছে। তা রাজ্যকে পাঠানোও হয়েছে। শীঘ্রই করলা অ্যাকশন প্ল্যান নিয়ে রাজ্য সরকার পদক্ষেপ করবে। |
|
জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের নাগরাকাটায় যাতায়াতের জন্য বাস নেই। কিছু করতে পারেন কি?
অযুক্তা সরকার, শিক্ষিকা।
বিষয়টি সত্যি আমার জানা ছিল না। শীঘ্রই এনবিএসটিসির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জলপাইগুড়ি ডিপো থেকে নাগরাকাটার সরাসরি বাস চলাচলের প্রস্তাব দেব। |
|
সুষ্ঠু ভাবে যান চলাচলের জন্য ডিভাইডার যদি ভেঙে দেওয়া হয়, তবে খুব ভাল হয়।
শঙ্খশুভ্র রায়, চিকিৎসক।
জনতার দাবিতেই শহরের বিভিন্ন রাস্তায় ডিভাইডার বসেছে। অনেক জায়গায় রাস্তা যথেষ্ট প্রশস্ত। পার্কিংয়ের জন্য জট ঠেকাতে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নিতে হবে। |
|
জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস কবে হবে সে বিষয়ে আলোকপাত করতে পারেন?
সুরূপা ভাওয়াল, ছাত্রী।
দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত চালু হওয়ার খবর এখনও নেই।
বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের হাতের কাজ বিক্রির কেন্দ্র নেই।
দেবাশিস চক্রবর্তী,
সমাজকর্মী, স্বপ্নতোরণ।
আর্ট গ্যালারির পাশে স্থায়ী প্রাঙ্গণে প্রতিবন্ধীদের হাতের কাজের সামগ্রী রাখার স্টল করা হবে। |
|
রবিবার সব দোকান বন্ধ। পরিষেবা মেলে না। একই দিনে কেন সব বন্ধ থাকবে? পুরসভা কিছু করুক।
অর্পণা বাগচী, প্রধান শিক্ষিকা।
রবিবার সত্যিই সমস্যা হয়। ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলে যাতে পালা করে কিছু দোকান খেলা রাখা যায় সেটা চেষ্টা করব। |
|
জলপাইগুড়ি বাড়ছে। সার্কিট বেঞ্চও হবে। শহর কবে কর্পোরেশন হবে?
নীহার মজুমদার, চিত্রশিল্পী।
জলপাইগুড়িতে জনসংখ্যা বেড়ে চলেছে। পরিষেবার মান বাড়ানোর চেষ্টা হচ্ছে। পুরসভার আওতায় আশেপাশের ৫টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাও আসতে চাইছেন। জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করিয়েছি। প্রশাসনের তরফে শহর ও লাগোয়া পঞ্চায়েতের বিশদ বিবরণ সংবলিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে জলপাইগুড়ি কর্পোরেশন হতে খুব বেশি দেরি হওয়ার কথা নয়। আশা করি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ওই কাজটি তাড়াতাড়ি করার ব্যাপারে সাহায্য করবে। কর্পোরেশন যাতে দ্রুত হয়, সে জন্য জলপাইগুড়ির সব স্তরের বাসিন্দাদের আরও সরব হতে হবে। |
|
ছবি: সন্দীপ পাল।
তথ্য সহায়তা: অনির্বাণ রায়, রাজা বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র কুণ্ডু। |
|