প্রণব-মমতা দ্বন্দ্বে ‘বিড়ম্বনা’ কিরণময়ের দলে
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দুই বাঙালি রাজনীতিক প্রণব মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংঘাত’ দেখছে দেশ। এরই মধ্যে বিচিত্র ‘বিড়ম্বনা’য় পড়েছেন আর এক বাঙালি রাজনীতিক কিরণময় নন্দ!
কিরণময়ের নেতৃত্বাধীন সপা-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ক’দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে না। রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্তের সময় বাম জমানার মন্ত্রী তথা অধুনা সাংসদ কিরণময় ছিলেন বলেই দলীয় সূত্রের খবর। কিন্তু তাঁরা যখন ওই সিদ্ধান্ত নিচ্ছেন, তার পরেই সপা নেতা মুলায়ম সিংহ যাদব জানান, তাঁদের সমর্থন থাকবে প্রণববাবুর দিকে! ফলে, এখন ‘বিড়ম্বনা’য় সমাজবাদীর রাজ্য নেতৃত্ব।
এখানেই ‘বিড়ম্বনা’র শেষ নয়। এ রাজ্যে সপা ফ্রন্টের শরিক। বামেরা রাষ্ট্রপতি ভোট নিয়ে তাদের ‘অবস্থান’ ঠিক করেনি। ফ্রন্ট যে সিদ্ধান্ত নেবে, শরিক হিসাবে তা কিরণময়ের দলের উপরেও বর্তায়। বামদের সিদ্ধান্ত যদি ‘নেতাজি’র সিদ্ধান্তের সঙ্গে না-মেলে? এই মুহূর্তে তাই ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় সপা রাজ্য নেতৃত্ব।
যদিও কিরণময়ের ব্যাখ্যা, মুলায়মের মতই তাঁদের দলের একমাত্র সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত দল সর্বত্র মেনে চলতে বাধ্য। কিরণময়বাবু বৃহস্পতিবার বলেছেন, “দলের সিদ্ধান্ত একটাই। সেটাই মানা হবে। পশ্চিমবঙ্গে আমাদের এক জন বিধায়ক আছেন। তিনি দলের সিদ্ধান্তই মানবেন। বাম দলগুলির প্রসঙ্গ এখানে আসছে না।” সপা-র সাধারণ সম্পাদক কিরণময়বাবুর বক্তব্য, “জাতীয় স্তরে এখন দু’টো ফ্রন্ট-- ইউপিএ ও এনডিএ। আমরা কোনওটাতেই নেই।” এর পরেও প্রশ্ন বাম দলগুলির অবস্থানকে ‘গুরুত্ব’ না-দিয়ে তাদের বিধায়ক যদি ‘নিজের মতো’ ভোট দেন, তা হলে ফ্রন্টে সপা-র থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ফ্রন্টের অন্দরে।
রাজ্যে কিরণময়ের দলের একমাত্র বিধায়ক, ভগবানগোলার চাঁদ মহম্মদও যথেষ্ট ‘বিভ্রান্ত’। তাঁর বক্তব্য, “রাজ্য কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ফলে আবার আলোচনা করে সিদ্ধান্ত নেব।” বামদের একাংশের ব্যাখ্যায়, রাজ্যের ‘রাজনীতির বাধ্যবাধকতা’য় কিরণময়বাবুরা মমতার সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখতে চান। আবার মুলায়ম চলছেন উত্তরপ্রদেশ আর দিল্লির ‘সমীকরণ’ মাথায় রেখে। দুইয়ের মধ্যে সাযুজ্য রাখতে গিয়ে কখনও কখনও দলের ‘বিড়ম্বনা’ এড়ানো যাচ্ছে না!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.