রাজীব-মামলার চার্জ গঠন ফের পিছোল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আসামী পক্ষের হয়ে কোনও আইনজীবীই মামলা লড়তে চাইছেন না। আইনজীবী না পাওয়ায় ফের পিছিয়ে গেল রাজীব হত্যা মামলার চার্জ গঠনের দিন। বুধবার বারাসত আদালত আগামী ৪ জুলাই ওই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে। এই নিয়ে তিন মাসে তিন-তিনবার চার্জ গঠনের দিন পিছিয়ে গেল। ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে বারাসত স্টেশনের কাছে রিঙ্কু দাস নামে এক তরুণীকে কয়েকজন মদ্যপ যুবক শ্লীলতাহানির চেষ্টা করেছিল। তাদের বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন রিঙ্কুর ভাই রাজীব। এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়। পরে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে সিআইডি। ওই খুনের প্রতিবাদে আসামীদের পক্ষ নিয়ে আদালতে না লড়ার সিদ্ধান্ত নেন বারাসত আদালতের আইনজীবীরা। মামলার সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি শান্তময় বসু এ দিন বলেন, “আসামীরা আইনজীবী দেওয়ার জন্য ফের সময় চাওয়ায় এ দিন চার্জ গঠনের দিন ফের পিছিয়ে দেওয়া হল। তবে পরবর্তী সময়ের মধ্যে আইনজীবী নিয়োগ করতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও এ দিন জানিয়ে দিয়েছে আদালত।” |
ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গেটবিহীন লেবেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের কাঁকড়া মির্জানগর এবং হাড়োয়া স্টেশৗনের মাঝে একটি স্কুলের সামনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাসেম আলি (৩০)। ঘটনাস্থল থেকে একটু দূরে দেগঙ্গা থানার বাসাবাটি গ্রামে বাড়ি হাসেমের। এ দিন তিনি পাশের উত্তর আবজানগর গ্রামে বাজারে যাচ্ছিলেন। পথে লেবেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎই ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাসেমের মৃত্যু খবর জানাজানি হতেই ওই এলাকায় লেবেল ক্রসিংয়ে গেটের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়। |
অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ের কুমিরমারি গ্রামে বছর তিরিশের ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, যুবকের পরনে ছিল প্যান্ট ও সাদ চেক জামা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও ওই যুবককে খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
যুবকের আত্মহত্যায় ধৃত স্ত্রী এবং শ্বশুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্ত্রীকে ফেরাতে না পেরে বারাসত কড়েয়া-কদম্বগাছি স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মন্টুু হালদার। সেই ঘটনায় তাঁর স্ত্রী পিঙ্কি হালদার ও শ্বশুর তারক হালদারকে বুধবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করা হয়েছে। এ দিন বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক পিঙ্কি এবং তারকবাবুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। |
বিষমদ বিক্রিতে শাস্তি বাড়ছে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিষমদ বিক্রির ন্যূনতম শাস্তির মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দু’বছর করতে চলেছে সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১৯০৯ সালের বঙ্গীয় আবগারি আইন সংশোধন করে শাস্তির মেয়াদ বৃদ্ধি করা হবে। গত বছরের ১৪ ডিসেম্বর মগরাহাটের সংগ্রামপুরে বিষ মদ খেয়ে ১৭৪ জনের মৃত্যু হয়। তারপর থেকেই এই ‘ব্যবসা’য় দোষী বিক্রেতার শাস্তি বাড়ানোর তোড়জোড় শুরু হয়। |
বইখাতা বিলি
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর ‘অঙ্গন’ সংস্থার পঞ্চম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল রবিবার। সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক উত্তীর্ণ ১৭ জন মেধাবী পড়ুয়াকে বই, খাতা, কলম, ব্যাগ দেওয়া হল। সারা বছর তাদের নিখরচায় পড়ানোরও দায়িত্ব নিয়েছে সংস্থাটি। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, শিক্ষাবিদ সুভাষ কুণ্ডু প্রমুখ। |