ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল চোলাই তৈরির ভাটি। বুধবার ভোরে পুলিশ ও আবগারি দফতর যৌথ অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সাহাপুর গ্রামে ওই চোলাইয়ের ভাটি ভেঙে দেয়। ভেঙে দেওয়া হয়েছে ইছামতী নদীর ধারে গড়ে ওঠা আটটি বড় মাপের চোলাই তৈরির ভাটি। এ বিষয়ে জেলা আবগারি দফতরের আধিকারিক সমর স্বর্ণকার বলেন, “এক হাজার লিটার চোলাই এবং ৯ হাজার লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছে। বেশ কিছু চোলাইয়ের ভাটি ভেঙে দেওয়া হয়েছে।” এই সব জায়গায় যাতে আর চোলাইয়ের ভাটি তৈরি হতে না পারে সে ব্যাপারে তিনি পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় শতাধিক চোলাই তৈরির ভাটি গজিয়ে উঠেছে। হাড়োয়া, স্বরূপনগর ও হিঙ্গলগঞ্জের কয়েকটি গ্রামে চোলাই তৈরি প্রায় কুটির শিল্পের পর্যায়ে পৌঁছেছে। মাঝেমধ্যে পুলিশ ও আবগারি দফতর থেকে অভিযান চালিয়ে সে সব ভেঙে দেওয়া হলেও দিন কয়েক পরেই ফের সেখানে গজিয়ে ওঠে চোলাইয়ের ভাটি। যদিও গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের একাংশের মদতেই ওই সব চোলাইয়ের ভাটি তৈরি হয়েছে।
একবার ভেঙে দেওয়ার পরে ফের যাতে সেখানে চোলাইয়ের ভাটি তৈরি না হতে পারে সে জন্য নজরদারি রাখা হবে বলে পুলিশ-প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে এ জন্য স্থানীয় মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁরা। |