দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-১ ব্লকের উস্থি বাজার থেকে দেউলা পর্যন্ত ৫-৬ কিলোমিটার লম্বা প্রায় ৩০ ফুট চওড়া উস্থির খাল রয়েছে। খালটি ডায়মন্ড হারবার খালের সংযোগ। বছর কয়েক ধরে ওই খালের দেউলার দিকের অংশ জবরদখল করে বুজিয়ে বাড়ি দোকান ঘর তৈরি হয়েছে। খালের শেষ দিকে বাড়ি তৈরি হওয়ায় নিকাশি সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তার পরেও প্রশাসনের কোনও নজর নেই। উল্টে খালের দু’দিকের পুরো অংশ জুড়ে পাকা বাড়ি তৈরির কাজ চলছে একইভাবে। অবিলম্বে এ সব নির্মাণ বন্ধ না করা হলে বর্ষায় নিকাশির অভাবে তাঁরা চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা স্থানীয় মানুষের।
বিষয়টি নিয়ে বিডিওকে কয়েক দিন আগে অভিযোগ জানিয়েছেন মগরাহাট পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ নলিনী কর। তাঁর অভিযোগ, ওই খালের জলে গ্রীষ্মের মরসুমে হাজার বিঘা জমিতে চাষ আবাদ হয়। |
কিন্তু ইদানিং যে ভাবে খালের দু’দিকে বিম তৈরি করে পাকা বাড়ি তৈরি হচ্ছে তাতে একেবারেই নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ফলে সমস্যায় পড়বেন চাষিরা। বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক মদতে এই নির্মাণ চলছে। পুলিশের সঙ্গে ওই রাজনৈতিক মানুষদের যোগসাজশের কথাও জানান তাঁরা।
এই প্রসঙ্গে মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূলের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা বলেন, “আমরা ওই নির্মাণের বিষয়ে কোনও মদত দিই না। বরং যাতে নির্মাণ না হয় প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” মগরাহাট-১ ব্লকের বিডিও সৌভিক ভট্টাচার্য বলেন, “দিন কয়েক আগে খালের উপর অবৈধ নির্মাণের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিস্তারিত ভাবে বিষয়টি সব দফতরকে জানানো হয়েছে।” |