বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শেষ আটের মরণ-বাঁচন ম্যাচে ক্রোয়েশিয়াই ভরসা ফ্রান্সের! শুনতে যতই অবাক লাগুক, ফরাসি কোচ লরা ব্লাঁ আপাতত ক্রোয়েশিয়ার রণকৌশল সামনে রেখেই স্প্যানিশ দুর্গে হানাদারির ছক সাজাচ্ছেন। “স্পেনকে যথেষ্ট সমস্যায় ফেলেছিল ক্রোয়েশিয়া। স্পেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার দেখানো রাস্তাতেই লড়াই করব আমরা,” বলেছেন ব্লাঁ।
ইব্রাহিমোভিচ আর লার্সেনের গোলে সুইডেনের কাছে ০-২ চূর্ণ হলেও প্রাক্তন বিশ্বসেরাদের দর্প অবশ্য এতটুকু কমেনি। বরং ফ্রান্সের দাবি, কোয়ার্টার ফাইনালে ইতালির বদলে স্পেনকে পেয়ে সুবিধাই হল। ফরাসি মাঝমাঠের স্তম্ভ সমীর নাসরি বলেছেন, “স্পেনকে পাওয়ায় আমাদেরই ভাল হল। নয়তো ইতালির সামনে পড়লে জান বের করে দিত। ওদের ডিফেন্সিভ গেমের বিরুদ্ধে খেলা ভীষণ কষ্টকর।” টানা তেইশ ম্যাচ অপরাজিত থাকা ফরাসিদের সুইডেনের বিরুদ্ধে একেবারে নখ-দাঁতহীন দেখিয়েছে। ব্লাঁ যেটা অস্বীকার করতে পারছেন না। ফরাসি কোচ বলেছেন, “সুইডেনের বিরুদ্ধে যে ভাবে খেলেছি, তার পরে হয়তো আমরা স্পেনকে হারাচ্ছি, এটা কল্পনা করা কঠিন। কিন্তু মনে রাখবেন, এই ইউরোয় কোনও ম্যাচই এখনও পর্যন্ত সহজ হয়নি।”
অন্য দিকে, ফরাসি চ্যালেঞ্জকে হাল্কা করে দেখার ভুল করতে নারাজ ইতিহাস গড়া থেকে তিন ম্যাচ দূরে দাঁড়ানো ভিনসেন্ট দেল বস্কির স্পেন। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফ্রান্স যে কখনও তাঁদের কাছে হারেনি, দেল বস্কি ভুলছেন না। এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, “গ্রুপ সি-র তিনটে দলের মধ্যে ফরাসিরাই সব থেকে কঠিন প্রতিপক্ষ।” ২০০৬ বিশ্বকাপ থেকে ফরাসিরাই লাল গোলাপ উপড়ে ফেলেছিল। দেল বস্কি সে কথা ভুলতে চান না। লা রোজার জবাব দেওয়ার সময় এসেছে, বুঝিয়ে দিয়েছেন তিনি। |