চুনীকে সম্মান ফেডারেশনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশনের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের সূচনা করবেন চুনী গোস্বামী। ২৩ জুন শনিবার দিল্লির ফুটবল হাউসে পতাকা উত্তোলন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ’৬২-র এশিয়ান গেমসের সোনাজয়ী দলের অধিনায়ককে। বুধবার ফেডারেশনের ফোন পেয়ে আপ্লুত চুনী। বললেন, “সম্মানিত বোধ করছি। এটা বড় সম্মান।” পতাকা উত্তোলন ছাড়াও কেক কাটবেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ওই দিনই প্রকাশ হবে থিম সং-এরও। দেখানো হবে ভারতীয় ফুটবলের সাফল্য নিয়ে একটি ফিল্মও। প্রথমে ঠিক ছিল জাতীয় দলে চুনীর চেয়ে সিনিয়র আর এক কিংবদন্তি অমেদ খানের হাত দিয়েই উদ্বোধন হবে উৎসবের। সেটা ঘোষণাও করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন অসুস্থতার জন্য আসতে পারবেন না। ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বললেন, “বর্ষব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের অঙ্গ হিসাবেই হবে এ বারের নেহরু কাপ। ভারত-সহ পাঁচটি দেশ খেলবে। ২২ অগস্ট শুরু কাপ। দিল্লি বা চেন্নাইতে খেলা হতে পারে।” এ দিকে, কলকাতায় একটি ম্যাচ খেলার ব্যাপারে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, ফেডারেশন ও আই এফ এ প্রতিনিধিরা। কিন্তু কবে ম্যাচ হবে কেউই জানে না। এ বছর তা হওয়া সম্ভবও নয়। কারণ ইতিমধ্যেই ম্যান ইউ-এর পক্ষ থেকে সারা বছরের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। তাতে ভারতের নাম নেই।
|
৫ সদস্যের বোর্ড পিঙ্কির পরীক্ষায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পিঙ্কি প্রামাণিকের লিঙ্গ নির্ধারণ পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করল এসএসকেএম। বুধবার পুলিশ ও উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা কাগজপত্র এসএসকেএমে জমা দেন। তার ভিত্তিতেই পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে বলে জানান এসএসকেএমের অধিকর্তা প্রদীপ মিত্র। ফরেনসিক মেডিসিন-এর প্রধান চিকিৎসক বিশ্বনাথ কাহালির নেতৃত্বে ওই বোর্ডে রয়েছেন মেডিসিন, রেডিওলজি, এন্ডোক্রিনোলজি ও সাইকিয়াট্রির চিকিৎসকেরা। মঙ্গলবার বারাসত হাসপাতালে পিঙ্কিকে ঘণ্টা তিনেকের পরীক্ষার পরে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর জন্য যা যা পরীক্ষা দরকার তার পরিকাঠামো বারাসত হাসপাতালে নেই। এর পর পিঙ্কিকে এসএসকেএমে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। পিঙ্কির হরমোন ও ক্রোমোজোমের পরীক্ষাও হবে। তবে পরীক্ষার দিন স্থির হয়নি।
|
যুবরাজের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ
সংবাদসংস্থা • মুম্বই |
আশা করছেন, সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি ফের জাতীয় দলের জার্সি পড়তে পারবেন। তবে জানেন কাজটা খুবই শক্ত, কিন্তু সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি যুবরাজ সিংহ। “ভারতের হয়ে খেলাটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ হবে। কারণ আমার শরীর এমন সব ধাক্কা সহ্য করে এসেছে, যা বোঝার ক্ষমতা আমার ছাড়া আর কারও নেই। আমাদের কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, তা এক জন ক্যানসার রোগীই বুঝতে পারে।” বলেছেন যুবরাজ। ভারতের হয়ে তাহলে কবে আপনাকে আবার খেলতে দেখা যাবে? গোটা দেশের এই অনুচ্চারিত প্রশ্নের জবাবে যুবরাজ নির্দিষ্ট করে কোনও তারিখ বলতে চাননি। তবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। বলছিলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই ফেভারিট। কারণ আমাদের দলে বিগ হিটাররা আছে। আশা করব, আমি তার মধ্যে দলে ফিরে আসতে পারব।”
|
কার্লোস প্রয়াগে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
র্যান্টি মার্টিন্সের সঙ্গী হতে আসছেন কোস্টারিকার জাতীয় দলের নামী ফুটবলার কার্লোস হার্নান্ডেজ। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের টিম মেলবোর্ন ভিক্টরির ফুটবলার কার্লোস প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে শহরে আসছেন ২৭ জুন। গত দু’বারের লিগের সর্বোচ্চ গোলদাতা কার্লোস শেষ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে গোল করছেন। কোস্টারিকার হয়ে ৩০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কার্লোস। কার্লোসের সঙ্গে পাকা কথা হয়েছে যাওয়ার পর প্রয়াগ তাদের শক্তি আরও বাড়িয়ে নিতে অস্ট্রেলিয়ার জুনিয়র জাতীয় দলের অ্যাটাকিং মিডিও রিচি কার্ডোজোকে আনার চেষ্টা করছে। এশীয় কোটার ফুটবলার হিসাবে রিচিকে নিতে চায় প্রয়াগ। রিচির বাবা উরুগুয়ের। মা আর্জেন্তিনার। রিচি খেলেন অস্ট্রেলিয়ার লাস্ক ক্লাবে।
|
মোহনবাগান শেষ চারে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই এফ এ-র নার্সারি লিগের শেষ চারে উঠল মোহনবাগান। বুধবার নিজেদের মাঠে অমিয় ঘোষের দল ২-০ হারায় সোদপুরের ক্লাবকে। মোহনবাগানের হয়ে গোল করে দীপঙ্কর বড়াল এবং কৃশাণু সাঁতরা। নির্ধারিত সময়ে রেফারি আসেননি। আই এফ এ-কে ফোন করার পর নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পর রেফারি আসেন ম্যাচ খেলাতে। |