দাবি মতো ‘তোলা’ না পাওয়ায় বুধবার গোঘাটের থানা মোড় এলাকার ব্যবসায়ী দুই ভাইকে রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানাপাড়া এলাকার এক যুবকের বিরুদ্ধে। পরে ব্যবসায়ীরাও ওই যুবককে মারধর করেন বলে অভিযোগ। তিন জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এ দিন সকালে ওই এলাকায় দোকান বন্ধ রেখে থানায় বিক্ষোভ দেখান ব্যবসায়ী এবং হকার সংগঠনের সদস্যেরা। হামলাকারীকে গ্রেফতারের দাবিও জানান তাঁরা। পুলিশের আশ্বাসে বিকেলে অবশ্য দোকান খোলা হয়। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে রানাপাড়ার ভবেশ রানা নামে ওই যুবক রড নিয়ে গোঘাট থানা মোড় এলাকায় হাজির হয়। তার পরেই ব্যবসায়ী বিমান দে এবং তাঁর ভাই নীলমাধব দে’কে রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। নীলমাধববাবুর মাথায় চোট লেগেছে। প্রথমে তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে স্থানান্তরিত করানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ব্যবসায়ীদের দাবি, ভবেশ নিজেকে শাসক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে ‘তোলা’ আদায় করত। না পেলে হুমকিও দিত। গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল জানিয়েছেন, ভবেশ তাঁদের দলের কেউ নয়। তোলা আদায়ের অভিযোগ অস্বীকার করে ভবেশের দাবি, “দুই ব্যবসায়ী সকালে তৃণমূলের নামে কুৎসা রটাচ্ছিলেন। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়। আমার ডান পা ভেঙে গিয়েছে।” এ কথা অস্বীকার করে বিমানবাবু বলেন, “ওকে কেউ মারেনি। ভয় দেখিয়ে টাকা চাইছিল। পালাতে গিয়ে ম্যানহোলে পড়ে যায়।” |