|
|
|
|
কলকাতা পুলিশে নিয়োগ |
পরীক্ষার দিন নিয়ে বিভ্রান্তি, বিপাকে কয়েকশো চাকরিপ্রার্থী |
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরির পরীক্ষা দিতে বুধবার সকাল ছ’টাতেই রেসকোর্সে হাজির হয়েছিলেন কয়েকশো তরুণ-তরুণী। পুলিশের লোকজন এলেন পরে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার নোটিস টাঙিয়ে দিলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের অভিযোগ, পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারে তাঁদের কিছু জানানো হয়নি। এ নিয়ে বিক্ষোভের সঙ্গে সঙ্গে পথ অবরোধও করেন তাঁরা। শেষে হতাশ হয়েই বাড়ির পথ ধরতে হয় পরীক্ষার্থীদের।
লালবাজারের কর্তারাই স্বীকার করেছেন, যে কয়েকটি সংবাদপত্রে পরীক্ষা পিছনোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেগুলির কোনওটিই ‘বহুল প্রচারিত’ নয়। কলকাতা পুলিশের ওয়েবসাইট ঘেঁটে বিজ্ঞপ্তি দেখাও সম্ভব নয় বলেও প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীদের দাবি। পুলিশ সূত্রের খবর, এ দিনের গোলমালের পর এ বার কয়েকটি প্রথম শ্রেণির সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) দেবাশিস রায় বলেন, “চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ, তাঁরা যেন খবরের কাগজ এবং ওয়েবসাইটের দিকে নজর রাখেন।” কলকাতা পুলিশের কন্ট্রোল রুম (২২১৮-৩০২৪, ২২১৪-৩২৩০), ‘১০০ ডায়াল’ এবং ‘রিক্রুটমেন্ট সেল’ (২২৮৩৭৬৬০)-এ ফোন করেও এ ব্যাপারে জানা যাবে।
গত এপ্রিল মাস থেকে কলকাতা পুলিশে নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়েছিল। তা চলে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। কিন্তু ৬ জুন পরীক্ষা দিতে এসে তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েন অভিষেক পাল এবং সুরজ ভূজল নামে দুই পরীক্ষার্থী। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা অভিষেক সে দিন রাতেই এসএসকেএম হাসপাতালে মারা যান। ১১ জুন ওই হাসপাতালেই মারা যান কালিম্পঙের বাসিন্দা সুরজ।
এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন কলকাতা পুলিশের কর্তারা। সেই সময় তড়িঘড়ি চাকরির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। ৭ জুনের বদলে ২০ জুন পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। পুলিশ সূত্রের খবর, বিষয়টিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করায় ২০ জুন থেকে তা পিছিয়ে ২ জুলাই করা হয়। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম এ দিন জানান, ৭ জুনের পরীক্ষায় যে তিনটি ‘ব্যাচ’ বা দলের আসার কথা ছিল, তাদের মধ্যে প্রথম দু’টি দলের পরীক্ষা হবে ২ জুলাই। দু’দফায় (সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা) ওই দুই দলের পরীক্ষা হবে। ৭ জুনের তৃতীয় দলটির পরীক্ষা শুরু হবে ৩ জুলাই সকাল ৭টা থেকে। পরীক্ষা চলবে ২৬ জুলাই পর্যন্ত। রবিবার এবং ২১ জুলাই পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শামিম। |
|
|
|
|
|