দখলদারির তদন্তে নেমে মিলল খাসজমির হদিস
ফসিলি উপজাতির মানুষজনের সম্পত্তি দখলের অভিযোগ পেয়ে মাপজোক করতে গিয়েছিল প্রশাসন। সেখানে গিয়ে জানা গেল, ওই জমি দখলদার বা তফসিলি উপজাতির মানুষজন কারও নয়। আসলে সেটি সরকারি খাসজমি। আসানসোল দক্ষিণ থানার ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় এমনই প্রায় পাঁচ একর খাস জমির হদিস মিলেছে বলে দাবি করল প্রশাসন। এই জমিতে কোনও রকম নির্মাণ না গড়ার নির্দেশিকা জারি করেছেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত কুমার আইকত।
অতিরিক্ত জেলাশাসক জানান, বেশ কিছু দিন আগে ‘অল ইন্ডিয়া কো অর্ডিনেশন কমিটি’র সদস্যেরা তাঁর কাছে অভিযোগ করেন, এই জমিটি তফসিলি উপজাতির মানুষজনের সম্পত্তি। একটি বেসরকারি আইন কলেজের বোর্ড লাগিয়ে জমিটি দখল করার চেষ্টা চলছে। তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন এর প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছেন। তাঁরা আইন কলেজের বোর্ডটি ভেঙেও দেন। এই বিষয়টি জানার পরেই অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে দিয়ে জমিটির মাপজোক শুরু করেন। এর পরেই প্রশাসন জানতে পারে, ওই পাঁচ একর জায়গা প্রকৃতপক্ষে সরকারি খাস জমি। এ ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক বলেন, “ওই জমিটি তফসিলি উপজাতির মানুষজন বা আইন কলেজের সম্পত্তি নয়। কী ভাবে আইন কলেজের বোর্ড লাগানো হয়েছে, জানি না।”
এই এলাকা নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র।
তফসিলি উপজাতি সংগঠনের নেতা মঙ্গল হেমব্রমের অবশ্য দাবি, ওই জমি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজনেরই সম্পত্তি। ঘাঘরডাঙা গ্রামে বসবাসকারী মানুষজনের এই জমি দখল করে নিচ্ছেন এক শ্রেণির বহিরাগতেরা। এই জমিতে কোনও নির্মাণ হলে তাঁরা আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন মঙ্গল হেমব্রম।
ওই জমিতে আইন কলেজের বোর্ড যাঁরা লাগিয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে, একটি পরিচালন কমিটিও গঠন করেছেন তাঁরা। ওই কমিটির সভাপতি বুলু চট্টোপাধ্যায়ের আবার দাবি, “আমরা ২ একর জমিতে আইন কলেজ গড়ব। এই জমি সরকারি খাস নয়। আমরা একাধিক ব্যক্তির কাছে থেকে তা কিনেছি। প্রশাসন কেন খাস জমি বলছে, জানি না।”
অতিরিক্ত জেলাশাসক জানান, রাজ্যের কৃষি বিপণন দফতর তাঁদের কাছে বেশ কিছু জমি চেয়েছে। সংশ্লিষ্ট দফতর সেই জমিতে দোকান-বাজার, খাদ্যশস্যের গুদামঘর ও একটি বড় কার্যালয় তৈরি করবে। এ ছাড়াও আরও কিছু পরিকল্পনা রয়েছে ওই দফতরের। এলাকার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই পাঁচ একর জমি কৃষি বিপণন দফতরকে দেওয়ার জন্য মহকুমা প্রশাসন চিহ্নিত করেছে বলে জানান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.