টুকরো খবর
দামোদরের চরে মিলল প্রাচীন মূর্তি
ছবি: রানা সেনগুপ্ত।
বালি তোলার সময়ে খণ্ডঘোষের গৈতানপুরের কাছে দামোদরের চর থেকে এই চারটি মূর্তি উদ্ধার হয় গত ১০ জুন। সাড়ে ১৭ থেকে ১০ ইঞ্চি উচ্চতার এই মূর্তিগুলি আপাতত রয়েছে জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ মির্জার ঘরে। পুলিশ সুপার জানান, মূর্তিগুলি তাদের হেফাজতে দেওয়ার জন্য ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে চিঠি লিখতে অনুরোধ করা হবে জেলাশাসক ওঙ্কার সিংহ মিনাকে।

রাস্তা ও জলের দাবি, বিক্ষোভ
রাস্তা, জল-সহ বিভিন্ন দাবিতে আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন জামুড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সিপিএম ও ফরোয়ার্ড ব্লকের নেতৃত্বে আসানসোল জেলখানার সামনে থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে গিয়ে একটি দাবিপত্রও দেন তাঁরা। মহকুমা শাসক জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিপিএম নেতা আবদুল কায়িম জানান, বিধানসভা নির্বাচনের আগে এডিডিএ-এর টাকায় পাঁচ কিমি রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু গ্রামের অংশটি অসম্পূর্ণ থেকে যায়। এক বছরেরও বেশি পেরিয়ে গেলেও ওই অংশ পাকা হয়নি। এ ছাড়া জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে আসা জলও অনিয়মিত ও অপর্যাপ্ত। এই ওয়ার্ডের বাঁকশিমুলিয়ায় এখনও জলের পাইপ লাইন বসানো হয়নি। বাসিন্দারা জানান, এত দিন ইসিএলের দেওয়া বিদ্যুৎ ব্যবহার করতেন তাঁরা। এখন হাইকোর্টের নির্দেশে ইসিএল কর্মী আবাসনের উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে গ্রামীণ এলাকায় বিদুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে বিদ্যুৎ সংযোগেরও দাবি করে তাঁরা। জানিয়েছেন আসানসোল থেকে জামুড়িয়া দোমহানি ভায়া গিরমিন্ট বাসের দাবিও।

জমির দাম চেয়ে বিক্ষোভ কালীগঞ্জে
দুর্গাপুরে এডিডিএ অফিসের সামনে অবস্থান করল কালীগঞ্জ কৃষিজমি জীবন ও জীবিকা রক্ষা কমিটি।
শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল প্রায় অর্ধ শতাব্দী আগে। কিন্তু শিল্প হয়নি এখনও। জমির উপযুক্ত দামও পাননি চাষিরা। দুর্গাপুরের জেমুয়া অঞ্চলের কালিগঞ্জ মৌজায় এরই প্রতিবাদে বুধবার এডিডিএ অফিসের সামনে প্রায় চার ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ দেখায় কালিগঞ্জ কৃষিজমি জীবন ও জীবিকা রক্ষা কমিটি। কমিটির আহ্বায়ক সুধাজিৎ মুখোপাধ্যায় বলেন, “ওই জমির মালিক এখন এডিডিএ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই অবস্থান বিক্ষোভ।”

মিলছে না জ্বালানি কয়লা, বিক্ষোভ
প্রায় চার মাস পেরিয়ে গেলেও মিলছে না জ্বালানি কয়লা। এই অভিযোগ তুলে পার্সোনাল ম্যানেজার-সহ দুই অধিকর্তাকে প্রায় সাড়ে তিন ঘন্টা ময়রা কোলিয়ারি কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। বিক্ষোভকারীদের বক্তব্য, বারবার প্রতিকারের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এই বিক্ষোভ। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, উপযুক্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে।

বুকে ব্যথা, মৃত ট্রেনযাত্রী
হঠাৎই অসুস্থ হয়ে মারা গিয়েছেন শিয়ালদহ-জম্মু তাওয়াই এক্সপ্রেসের এক যাত্রী। বুধবার দুপুরের ঘটনা। দুর্গাপুরে ট্রেন থেকে নামিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথেই মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাম প্রসাদ (৫০)। বাড়ি কলকাতায়। রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকেই ওই যাত্রী বুকে ব্যথা শুরু হয়। দুর্গাপুরের কাছাকাছি এসে বুকের ব্যথা বেড়ে যায়। মৃতের বাড়ি কলকাতার কোথায় তা জানার চেষ্টা করছে রেলপুলিশ।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার রানিগঞ্জের ২ নম্বর জাতীয় সড়কের বাঁশড়া মোড়ের ঘটনা। মৃতের নাম আজহার খান (২৮)। বাড়ি টিকিয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, সাইকেলে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়ে সকাল ৮ টা নাগাদ একটি লরি ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেট
টি-টোয়েন্টি ক্রিকেটে সম্মিলিত বিশ্ববিদ্যালয় দল হারল উত্তর ২৪ পরগনার কাছে। সিএবি এই প্রতিযোগিতায় আয়োজক। বুধবার ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচে উত্তর ২৪ পরগনা করে ১২১-৬। সন্মিলিত বিশ্ববিদ্যালয়ের সৌমেন পাল ১৮ রানে ৩ উইকেট দখল করেন। পরে সন্মিলিত বিশ্ববিদ্যালয় করে ১০০-৯। দলের অর্ণব ঘোষ করেন ৪২।

নতুন বুথ কার্যালয়
আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র তথা রানিগঞ্জ থানার জেমারি পঞ্চায়েতের তৃণমূল নেতৃবৃন্দ। বুধবার জেমারি তারবাগান এলাকায় ৫৩ নম্বর বুথ কার্যালয়ের উদ্বোধন করেন তাঁরা। পঞ্চায়েতটি এখন সিপিএমের দখলে। ছিলেন একমাত্র নির্বাচিত তৃণমূল সদস্য দেবরাজ মিত্র, দলের জেমারি যুব সভাপতি সঞ্জীব মুখোপাধ্যায়-সহ বিশিষ্টেরা।

তৃতীয় বর্ধমান
অনুর্ধ্ব ১৯ কলকাতা বাস্কেটবল লিগে তৃতীয় হয়েছে বর্ধমানের মেয়েরা। তারা শেষ ম্যাচে ৩১-৯ ব্যবধানে চেতলা পার্ককে হারিয়েছে। এছাড়া বর্ধমান জিতেছে বড়িষা এসি ও উত্তর ২৪ পরগনার বিরুদ্ধে। হেরেছে হাওড়া জেলা ও রাখী সঙ্ঘের কাছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.