টুকরো খবর
ময়নাগুড়িতে মহম্মদ সেলিম
উন্নয়ন, কর্মসংস্কৃতির প্রশ্নে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। শনিবার ময়নাগুড়িতে গণতান্ত্রিক যুব ফেডারেশনের দু’দিনের জলপাইগুড়ি জেলা সম্মেলন শুরু হয়েছে। সেই উপলক্ষ্যে ময়নাগুড়ি ফুটবল ময়দানে আয়োজিত প্রকাশ্য সমাবেশে এদিন বক্তব্য রাখেন সেলিম। সেখানে তিনি অভিযোগ করেন, “নির্বাচনী ইস্তেহারে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল, গত এক বছরে তার একটিও পালন করা হয়নি। বেকারদের কাজের ব্যবস্থা হয়নি। কলকাতাকে লন্ডন তৈরির-মত নানা কথা বলা হয়েছিল। কিছুই হয়নি।” সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এই সদস্যের কথায়, “লক্ষ্যহীন ভাবে রাজ্য সরকার চলছে। তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের মধ্যে মারপিট করছে।” শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির জন্য এ দিন সমাবেশে তেমন ভিড় হয়নি। সেলিম ছাড়া এ দিন বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। সম্মেলন আজ, রবিবার অবধি চলবে। দার্জিলিং পাহাড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নাম না করে কটাক্ষ করে সেলিম বলেন, “পাহাড়ের সমস্যা ওই জায়গায় নেই। অনেক গভীরে যেতে হবে। একের পর এক অনেক কমিটি গঠন হচ্ছে। এর পরে শুনবেন রিভিউ কমিটির নাম। কিন্তু সমস্যার সমাধান হবে না।” সেলিমের দাবি, বামফ্রন্ট সরকার অনেক ধৈর্য নিয়ে পাহাড়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। কিন্তু বর্তমান রাজ্য সরকার যা করছে পুরোটাই ভাঁওতা।

তৃণমূলে গোষ্ঠী বিবাদ রুখতে মনিটরিং কমিটি
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে ডিস্ট্রিক্ট স্পোটর্স মনিটরিং কমিটি গঠন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শনিবার বালুরঘাটে জেলাশাসকের দফতরে প্রশাসনিক স্তরে এক উচ্চপর্যায়ের বৈঠকে ওই কমিটি গঠন করা হয়। কারামন্ত্রীকে চেয়ারম্যান করে আপাতত ৮ জনের কমিটি হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন জেলাশাসক। অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, যুব ক্রীড়া কল্যাণ আধিকারিক ও জেলার দুই মহকুমাশাসক সদস্য হিসেবে আছেন। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “ক্রীড়া দফতরের নির্দেশে মনিটরিং কমিটি গঠন করা হয়। জেলার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কমিটি কাজ করবে।” প্রশাসন সূত্রের খবর, সরকারি নির্দেশে রাজ্য জুড়ে জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়ার পর, তা নিয়ে বৈধতার প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয়। পরে জেলায় জেলাশাসকদের দায়িত্ব দিয়ে অ্যাড-হক ভিত্তিতে ক্রীড়া সংস্থার কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। জেলা স্তরে ওই অ্যাড-হক কমিটির ক্রীড়া সম্পাদক নির্বাচন নিয়ে কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী এবং দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের তরফে দুটি তালিকা জেলাশাসকের কাছে জমা পড়ে। বিপাকে পড়ে প্রশাসন। মনিটরিং কমিটির চেয়ারম্যান শঙ্করবাবু বলেন, “জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ওই কমিটির কোনও সম্পর্ক নেই। জেলা ক্রীড়া কমিটির সম্পাদক মনোনয়ন নিয়ে দলে কোনও বিতর্ক নেই।” গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লববাবু।

সংসদে নতুন চেয়ারম্যান
জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান হচ্ছেন ধর্তিমোহন রায়। রাজ্যে পালা বদলের পরে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো জলপাইগুড়ির সংসদের তৎকালীন চেয়ারম্যান নীলাংশুশেখর দাস ইস্তফা দেন। পরে বিভিন্ন জেলায় সংসদে চেয়ারম্যান নিয়োগ হলেও জলপাইগুড়িতে অতিরিক্ত জেলাশাসকের হাতে অস্থায়ী ভাবে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়। রাজনৈতিক মহলের খবর, ২০১০-এ জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। ওই নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নতুন সরকার সংসদের চেয়ারম্যান পদে একজন প্রশাসককে রাখে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নতুন চেয়ারম্যান পদে ধর্তিমোহন রায়কে মনোনীত করার বিষয়ে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে ফ্যাক্স পাঠিয়ে জানানো হয়েছে। তৃণমুলের শিক্ষা সেলের নেতা ধর্তিমোহনবাবু বলেন, “দায়িত্ব পালনের চেষ্টা করব।”

টাকা আত্মসাতে অভিযুক্ত কর্মাধ্যক্ষ
ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে বিডিও সামসুর রহমান ওই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে হরিরামপুর অভিযোগ করেন। অভিযুক্ত রেজ্জাক আলির খোঁজ পায়নি পুলিশ। অভিযুক্তের ছেলে রুস্তম আলির দাবি, তাঁর বাবাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। শনিবার জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “অন্যের নামে অনুমোদিত ইন্দিরা আবাসের বরাদ্দ টাকার ‘নথি জাল’ করে নিজের ছেলের নামে তুলেছেন ওই কর্মাধ্যক্ষ। তদন্তে টাকা আত্মসাতের প্রমাণ মেলার পর বিডিও তার বিরুদ্ধে অভিযোগ করেন।” জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে জাল নথি দাখিল এবং টাকা তছরুপের দুটি মামলা হয়েছে।” হরিরামপুরের সিপিএমের জোনাল সম্পাদক তথা জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, “অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিছকই নির্দল প্রার্থী। ফলে আমাদের কিছু বলার নেই।”

ছাত্র-সংঘর্ষ, জখম দু’জন
ব্যানার ছেঁড়া নিয়ে বচসার জেরে এসএফআই সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের বিরুদ্ধে। শনিবার বিকেলে ইসলামপুর কলেজ সংলগ্ন পালপাড়া মোড়ের ঘটনা। এসএফআইয়ের অভিযোগ, এ দিন তাদের সংগঠনের ব্যানার ছিঁড়ে দিয়েছে ছাত্র পরিষদের সদস্যরা। তা নিয়ে প্রতিবাদ করলে দু’পক্ষের বচসা হয়। কলেজ থেকে ফেরার পথে এসএফআই সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। সংগঠনের ইসলামপুর কলেজ ইউনিট সদস্য শুভঙ্কর কর্মকার বলেন, “পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। আমাদের ২ সমর্থক জখম হয়েছেন।” ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি এহাসানুল হক বলেন, “অভিযোগ ভিত্তিহীন। একটি ছেলে মদ্যপ অবস্থায় ওঁদের ব্যানার ছিড়ে দিয়েছে বলে শুনেছি। আমাদের সংগঠনের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।” ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুবিমল পাল বলেন, “অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

ভর্তি শুরু রায়গঞ্জ কলেজে
প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে শনিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হল। গোলমাল এড়াতে এ দিন কলেজে পুলিশ মোতায়েন করা হয়। ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের জন্য আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এবং নিরাপত্তার অভাববোধ করে শুক্রবার ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখেন। কলেজে নিরাপত্তার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকদের এক প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের সঙ্গে দেখা করেন। ভর্তি প্রক্রিয়া চলাকালীন অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “ভর্তি প্রক্রিয়ার কাজ নির্বিঘ্নেই ফের শুরু করা হয়েছে। বহিরাগতরা ঢুকে পড়ায় সমস্যা হয়েছিল, বিষয়টি প্রশাসনকে জানানো হয়।” আগামী ২০ জুন পর্যন্ত ভর্তি চলবে।

ভাঙন রোধে কাজ
দক্ষিণ পাটকাপাড়ার বালাবাড়ি গ্রামে নদী ভাঙন প্রতিরোধে শনিবার থেকে কাজ শুরু করল সেচ দফতর। সেচ দফতরের আলিপুরদুয়ারের বাস্তুকার নির্মল বর্মন বলেন, “বুধবার রাত থেকে কালজানি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দক্ষিণ পাটকাপাড়ায় ভাঙন শুরু হয়। গত দু’দিনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। শনিবার থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে।” পাটকাপাড়ার বাসিন্দারা জানান, জলস্তর বাড়ায় শুক্রবার কয়েকটি স্পার নদী গর্ভে তলিয়েছে। সেচ দফতর সূত্রে খবর, তোর্সা নদীতেও ভাঙনের সমস্যা দেখা দিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানা সংলগ্ন এলাকায় সেবক রোডে। মৃতের নাম অনিল প্রধান (২০)। বাড়ি শিলিগুড়ির হায়দরপাড়ায়। ওই ঘটনায় অজয় রাই এবং অভিজিৎ সিংহ নামে আরও দু’জন জখম হয়েছেন। তাঁদের সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন সেবক থেকে ওই ছোট গাড়িটি শিলিগুড়ির দিকে আসছিল। সেই সময় ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ।

ডালুর সমালোচনা
রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের মনোনয়ন সমর্থন না করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। শনিবার তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাষ্ট্রপতি পদে প্রণববাবুকে সমর্থন না করেন তবে তিনি ঐতিহাসিক ভুল করবেন।”

প্লাবিত গ্রাম
নদীর জল ঢুকে প্লাবিত হল নাগরাকাটা ব্লকের আংরাভাষা-১ পঞ্চায়েতের খয়েরকাটা গ্রাম। শনিবার কুচি ডায়না নদীর জল ঢুকে পড়ে ওই গ্রামে। জলবন্দি হয়ে পড়েন অন্তত পাঁচশো পরিবার। এ দিকে কুচি ডায়নার উপর কাঠের সেতুটিও দু’দিনের বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। মালবাজার মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সুব্রত ভট্টাচার্য বলেন, “গত শুক্রবার রাতে মালবাজার মহকুমায় ৫০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.