টুকরো খবর
আত্মহত্যার চেষ্টা থানায়
থানার শৌচাগারে গলায় লুঙ্গি জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করল খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহির কুরেশি নামে ওই অভিযুক্ত আশঙ্কাজনক অবস্থায় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। আজ ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার শৌচাগারে। এই ঘটনায় পর প্রশ্ন উঠেছে, পুলিশি প্রহরার মধ্যে কী ভাবে ওই অভিযুক্ত লুঙ্গি পরলেন? নজরদারির এই ‘বহর’ প্রসঙ্গে কর্তারা অবশ্য সদুত্তর দিতে পারেননি। গোলাম হুসেন কুরেশি নামে শিবপুরের এক ব্যক্তিকে খুনের অভিযোগে ১১ জুন নাদিয়াল থেকে গ্রেফতার হয় জাহির। ৮ জুন আন্দুলের গলাকাটা অবস্থায় গোলামের মৃতদেহ উদ্ধার হয়। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃতের হবু স্ত্রী গুলশন আরাকেও ধরা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন দেড়টা নাগাদ সাঁকরাইল থানার লক-আপ লাগোয়া শৌচাগারে যায় জাহির। বাইরে ছিলেন এক প্রহরী। ১৫ মিনিট কেটে গেলেও জাহিরের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁর। দরজা খুলে দেখেন, গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় রয়েছে পড়ে রয়েছে জাহির। দেওয়ালে লাগানো একটি কলে বাঁধা ছিল লুঙ্গির একটি অংশ। জাহিরকে প্রথমে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে স্থানান্তরিত করা হয় স্থানীয় নার্সিংহোমে। কিন্তু লক-আপে অভিযুক্তের পরনে লুঙ্গি কেন? এই বিষয়ে সরাসরি উত্তর দিতে পারেননি হাওড়া গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার সুখেন্দু হীরা। তিনি বলেছেন, “ওই প্রহরী ও কর্তব্যরত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।”

জমি নিয়ে সংঘর্ষ
একটি জমির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জখম হলেন ২ জন। ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতেও। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার নড়লি গ্রামে। জখমদের বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে দু’বিঘা জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে গোলমাল চলছিল। এ দিন তা বড় আকার নেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ দায়ের করে।

শিক্ষকের দেহ উদ্ধার
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে হুগলির হিন্দমোটরের বিবেকানন্দ সরণির বাসিন্দা ইন্দ্রনীল রায়চৌধুরী (২৬) নামে ওই শিক্ষকের দেহটি তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়। তিনি জাঙ্গিপাড়ার লক্ষ্মণপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। শুক্রবার দুপুরে খাওয়ার পরে তিনি দোতলার ঘরে চলে যান। রাত ৮টা নাগাদ পড়শিরা মই বেয়ে উঠে জানলা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পেয়ে উত্তরপাড়া থানায় খবর দেন।

জেলা কমিটিতে কল্যাণ
নিজেদের ‘সংশোধন’ করে নেওয়ায় সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটিতে ফিরিয়ে নেওয়া হল খড়দহের কল্যাণ মুখোপাধ্যায় এবং বারাসতের দেবব্রত বসুকে। শনিবার দলের রাজ্য সম্পাদক বিমানবাবুর উপস্থিতিতে জেলা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধানসভা ভোটের এক বছর আগে কল্যাণবাবুকে জেলা কমিটি থেকে সরানো হয়। পরে বাদ পড়েন দেবব্রতবাবু। কল্যাণবাবুকে ফিরিয়ে নেওয়া মসৃণ হয়নি। কিছু সদস্য আপত্তি জানান। তবে তা খারিজ হয়।

ট্রাক্টর উল্টে মৃত্যু
জমির আল পেরোতে গিয়ে একটি ট্রাক্টর উল্টে যাওয়ায় মৃত্যু হল চালকের। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে গোঘাটের কুলকি গ্রামে। মৃতের নাম বিভাসকুমার কোলে (৪৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। দুর্ঘটনার পরে তাঁকে আরামবাগ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.