দুই ম্যাচে দুই ড্র, কোয়ার্টার ফাইনালের দরজা খুলবে কি না নিশ্চিত নয়, উল্টে বিতর্ক তাড়া করতে শুরু করল আজুরিদের।
ইতালি কোচ সিজার প্রান্দেলির সঙ্গে রীতিমতো ঝামেলা হয়ে গেল টিমের এক নম্বর স্ট্রাইকার মারিও বালোতেলির।
টুর্নামেন্টে এখনও গোল নেই ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকারের। তবে স্পেনের বিরুদ্ধে যা খেলেছিলেন, তার চেয়ে তাঁকে অনেক বেশি স্বচ্ছন্দ দেখিয়েছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেই ক্রোয়েশিয়া ম্যাচেই তাঁর সঙ্গে লেগে যায় কোচের। প্রান্দেলির অভিযোগ, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তাঁর কথা শোনেননি একুশ বছরের তরুণ স্ট্রাইকার।
“অন্তত পনেরো মিনিট ধরে আমি চেঁচিয়েছি। কিন্তু তবু ওর পজিশন আমি ঠিক করতে পারিনি,” বলেছেন ক্ষুব্ধ ইতালি কোচ। সঙ্গে যোগ করছেন, “বলের কাছাকাছি ও পৌঁছচ্ছিল না, এমন নয়। বল ও নিজের দখলে রাখতে পারছিল না। কিন্তু ওকে তো এটা করতে হবে। আমাকে যদি ওকে খেলাতে হয়, যদি আমি ওর ভাল চাই, তা হলে তো এই কথাগুলো ওকে বলতে হবে। সত্যিটা তো জানাতে হবে ওকে।”
|
প্রান্দেলি ও বালোতেলি। বিতর্ক যাঁদের ঘিরে। ছবি: রয়টার্স ও এএফপি। |
তবে এখনই কোনও কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন না বালোতেলি নিয়ে। বরং প্রান্দেলি জানাচ্ছেন, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বালোতেলির পারফরম্যান্স আহামরি না হলেও তিনি এখনও ভরসা করেন প্রাক্তন ইন্টার মিলান ফরোয়ার্ডের উপর। “আমি একটা কথা বরাবর বিশ্বাস করি। যদি আপনাকে গ্রেট হতে হয়, তা হলে কঠিন সময়ের মোকাবিলা করতে জানতে হবে। আমি কখনওই ওকে বসিয়ে দেব না। গোটা দেশের মিডিয়া আমাকে তুলোধোনা করেছে বালোতেলি নিয়ে। বলেছে কেন আমি ওকে রিজার্ভ বেঞ্চে বসাচ্ছি না। আমি কিন্তু ও সব শুনিনি। বরং প্রত্যেকটা ম্যাচে ওকে শুরু থেকে খেলিয়েছি।”
ইতালির হয়ে গত দশটা ম্যাচে মাত্র একটা গোল করেছেন বালোতেলি। এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে প্রান্দেলিকে শুনত হয়েছে, বালোতেলির ফর্মে ফেরার জন্য আর কত দিন বসে থাকবে ইতালি? “আর তিনটে দিন অন্তত। পরের ম্যাচটা পর্যন্ত। ও দুর্দান্ত ভাবে ফিরবে, আশা রাখছি।”
|
ইতালির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন দেল বস্কি
নিজস্ব প্রতিবেদন |
গড়াপেটা করে ইতালিকে ইউরো থেকে ছিটকে দিতে পারে স্পেন-ক্রোয়েশিয়া। ইতালি শিবির এবং সে দেশের প্রচারমাধ্যমের এই অভিযোগের পর রীতিমতো সাড়া পড়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়। ইতালির তরফে বলা হচ্ছে, স্পেন-ক্রোয়েশিয়া ২-২ করলেই ছিটকে যাবে ইতালি। সে ক্ষেত্রে শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারালেও ইতালির কোনও লাভ হবে না। শুধু প্রচারমাধ্যমই নয়, ইতালির গোলকিপার-অধিনায়ক বুঁফো প্রকাশ্যে গড়াপেটার আশঙ্কার কথা বলেছেন। যা নিয়ে সমালোচনা তুঙ্গে। স্পেন এবং ক্রোট প্রচারমাধ্যম বুঁফোকে তুলোধনা করেছে। জল এতটাই গড়িয়েছে যে স্পেন কোচ দেল বস্কিকে পর্যন্ত বলতে হয়েছে, “গড়াপেটা করার কোনও প্রশ্নই নেই। সে কথা আমাদের মাথাতেও আসেনি।” |