আজ দিল্লিতে দ্রোগবা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারতে আজ প্রথম পা রাখছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার দিদিয়ের দ্রোগবা। এবং তার আগেই সাংহাই শেনহুয়ার সঙ্গে তাঁর চুক্তি প্রায় পাকা হয়ে গেল। রবিবার সকালে দিল্লিতে এক বিজ্ঞাপন সংস্থার প্রচারে অতিথির ভূমিকায় আসবেন দ্রোগবা। যাঁদের কাছে আমন্ত্রণ পত্র থাকবে, একমাত্র তাঁরাই ত্যাগরাজ স্টেডিয়ামে দ্রোগবাকে দেখার সুযোগ পাবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, তিনি ফুটবল খেলবেন না।
প্রথমে কথা ছিল, একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ফুটবল ম্যাচে ভাইচুং, রণবীর কপূরদের পাশে খেলবেন দ্রোগবা। থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, হরভজন সিংহ এবং মুরলী বিজয়ের মতো ক্রিকেটাররাও। তবে অন্যরা থাকলেও ধোনির খেলা অনিশ্চিত। স্ত্রী সাক্ষীর সঙ্গে তিনি কাঠমাণ্ডুতে ছুটি কাটাচ্ছেন। অবশ্য আয়োজকদের দাবি, ধোনি রবিবার সকালেই চলে আসবেন। এখনও পর্যন্ত যা ঠিক আছে, দ্রোগবা সকালে দিল্লিতে নেমে সাংবাদিক সম্মেলন করবেন। বিকেলে টি-টোয়েন্টি ফুটবল চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়েই রাতে ফিরে যাবেন।
|
সাসপেন্ড পুলিশের পাঁচ ফুটবলার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রেফারিকে মারধর করায় সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের পাঁচ ফুটবলার। সেই সঙ্গে আইএফএ সতর্ক করল পুলিশের দল এবং তাদের কোচ তমাল সেনকে। যাতে এ রকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। পুলিশের চার ফুটবলারের নির্বাসন চার ম্যাচের জন্য। আর এক জন দু’ম্যাচের জন্য। শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সভা ডেকেছিল আইএফএ। সেখানেই পুলিশ দলের ফুটবলারদের এই শাস্তির কথা জানানো হয়। শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রেফারি বরুণ সাহা-ও হাজির ছিলেন সভায়। |