দারিদ্র দমাতে পারেনি প্রসেনজিৎ করাতির পড়ার ইচ্ছাকে। উলুবেড়িয়ার জগৎপুর আদর্শ বিদ্যালয়ের ছাত্র প্রসেনজিৎ এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে ৪৩৪ নম্বর। উলুবেড়িয়ারই কুশবেড়িয়ার শিমুলতলার বাসিন্দা প্রসেনজিতের বাবা পেশায় রাজমিস্ত্রি। নিজের উপার্জনে সংসার চালাতেই তিনি হিমশিম খেয়ে যান। ফলে আর্থিক দিক থেকে তিনি ছেলেকে খুব বেশি সাহায্য করতে পারেননি। কিন্তু মেধাবী ছাত্র প্রসেনজিতের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন স্কুলেরই শিক্ষক এবং প্রতিবেশীরা। ভবিষ্যতে চিকিৎসক হতে চান প্রসেনজিৎ। তবে আর্থিক প্রতিকূলতয় তা কী ভাবে সম্ভব তা জানা নেই তাঁর।
উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় ১৩ নম্বরে জ্বলজ্বল করছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়ের অনির্বাণ মুখোপাধ্যায়ের নাম। |
জয়েন্ট এন্ট্রান্সে মেডিক্যালে স্থান ৪৮ নম্বরে। ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর অনির্বাণও। কিন্তু অন্তরায় পরিবারের আর্থিক অবস্থা। শেওড়াফুলি ছাতুগঞ্জে বাবা রজত মুখোপাধ্যায় এবং মা মিতাদেবীর সঙ্গে থাকেন অনির্বাণ। মিতাদেবী জানালেন, একটামাত্র ঘরেই ঘরকন্না। সেখানেই ছেলের পড়াশোনা। পরিবারের রোজগার বলতে বাড়ির কাছে লিজে নেওয়া মুদির দোকান। স্বল্প আয়ে সংসার চালিয়ে ছেলের পড়াশোনার খরচ কি ভাবে আসবে, সেই ভেবে দিশেহারা রজতবাবুরা। তিনি বলেন, “আমি অসুস্থ। আর্থারাইটিসের সমস্যায় ভুগছি। স্ত্রী আর আমি মিলে দোকান চালাই। ছেলেও সাহায্য করে। যা রোজগার হয় তাতে ছেলের পরবর্তী পড়াশোনার খরচ কি ভাবে চালাব, ভেবে পাচ্ছি না।” জানেন না অনির্বাণও।
স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্কশেখর মণ্ডল বলেন, “অনির্বাণ ওর দারিদ্র জয় করছে। একটু সাহায্য পেলে বহুদূর এগিয়ে যাবে। ও লম্বা দৌড়ের ঘোড়া।” |
ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সিঙ্গুরের রতনপুরে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে। মৃতের নাম সুভাষ প্রামাণিক (৬০)। বাড়ি সিঙ্গুরের হাবাসপোঁতায়। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ১০টা রতনপুরের একটি পেট্রোল পাম্প থেকে বাইকে পেট্রোল ভরে রাস্তায় উঠতেই তারকেশ্বরমুখী একটি ট্রাক বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। সুভাষবাবু ছিটকে পড়েন। ট্রাক ফেলে চালক পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় সুভাষবাবুকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণের মধ্যে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজ চলছে বলে তারা জানিয়েছে। |