|
|
|
|
বিমান বাঁচিয়ে সংবর্ধিত ক্যাপ্টেন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অ্যালায়েন্স এয়ারের চাকা খুলে যাওয়া বিমানের সব যাত্রীকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন ঊর্মিলাকে শুক্রবার সংবর্ধনা দিল ওই সংস্থা। এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েন্স এয়ারের তরফে দিল্লিতে ক্যাপ্টেন ঊর্মিলার সঙ্গেই সংবর্ধনা দেওয়া হয় সেই বিমানের সহযোগী ক্যাপ্টেন যেশু এবং বিমানের অন্য দুই কর্মী মমতা রজক ও হেমলতাকে। ঘটনাটি ঘটেছিল অসমে। অসম সরকারের পক্ষ থেকেও ঊর্মিলা-সহ ওই চার জনকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত রবিবার শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার পথে অ্যালায়েন্স এয়ারের বিমানের সামনের একটি চাকা খুলে যায়। ওই অবস্থায় উড়তে সমস্যা না-হলেও নির্বিঘ্নে নামা বেশ কঠিন। কারণ অবতরণের পরে সামনের একটি মাত্র চাকার সাহায্যে ছুটতে গেলে রানওয়েতে বিমানের মুখ থুবড়ে পড়ার আশঙ্কা ছিল। তার জেরে আগুনও লেগে যেতে পারত। বিপদের মুখে যাত্রী ও বিমান বাঁচিয়ে দুঃসাধ্য সাধন করেছেন ক্যাপ্টেন ঊর্মিলা। প্রথমে বেশ কিছু ক্ষণ আকাশে চক্কর কেটে জ্বালানির ভার কমিয়ে নেন তিনি। তার পরে প্রথমে রানওয়ে ছোঁয় বিমানের পিছনের চাকা। অবশেষে সামনের চাকা রানওয়ে ছোঁয়া মাত্র ব্রেক কষে বিমানটি দাঁড় করিয়ে দেন ক্যাপ্টেন ঊর্মিলা। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় সেখানেই। এর পরে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং বিমানমন্ত্রী অজিত সিংহ ফোন করে অভিনন্দন জানান ক্যাপ্টেন ঊর্মিলাকে।
ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বিমানের যে-চাকাটি খুলে গিয়েছিল, সেটি ৭ জুন বদলানো হয়েছিল। চাকা বদলানোর সময়েই কোনও গণ্ডগোল হয়েছিল বলে মনে করছে তদন্ত কমিটি। অন্য কোনও গণ্ডগোল ছিল কি না, সেই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় দু’জন ইঞ্জিনিয়ারকে আপাতত কাজে যোগ দিতে বারণ করা হয়েছে। |
|
|
|
|
|