হাটের দখল কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর। বৃহস্পতিবার ইসলামপুর থানার আগডিমঠি খুন্তি অঞ্চলের মাদ্রাসা মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। কংগ্রেস ও সিপিএমের সমর্থকেরা একে অপরকে লক্ষ করে বোমা ও গুলি ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে অষ্টম শ্রেণির ছাত্র জখম হয়। গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল ওই ছাত্র। সিপিএমের দাবি, কংগ্রেসের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাঁদের ৩ সমর্থক জখম হন। মহকুমা পুলিশ আধিকারিক সুবিমল পাল বোমাবাজি ও গুলির ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, “পুলিশের সামনে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। গোলমালের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। টহলদারি চলছে।” তবে কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের না-করায় এখনও কারও বিরুদ্ধে মামলা হয়নি। কংগ্রেসের অভিযোগ, রাস্তা থেকে সামান্য দূরে ভিতরের দিকে ফাঁকা জায়গায় মাদ্রাসা হাট হয়। সিপিএম সমর্থকেরা রাস্তার পাশের সেই হাট জোর করে বসাতে চাইছেন। তাতেই আপত্তি করায় হঠাৎই তাঁদের লক্ষ করে বোমা ছোড়ে সিপিএম সমর্থকেরা। সেই সময়ে অষ্টম শ্রেণির ওই ছাত্র জখম হয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হুসেন বলেন, “সিপিএম এলাকায় সন্ত্রাস ছ়ড়ানোর চেষ্টা চালাচ্ছে। মাদ্রাসা মোড় হাটের জায়গা নয়। এখানে হাট বসানোর জন্য সিপিএমের গুন্ডাবাহিনী জুলুম শুরু করে। আমাদের সমর্থকেরা ট্রেকার ধরার জন্য দাঁড়িয়ে ছিল। তাঁদের উপরও চড়াও হয়ে বোমা ছোঁড়া হয়।” সিপিএমের ইসলামপুর লোকাল কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “কংগ্রেসের বেশ কিছু সমর্থক আমাদের দলে যোগ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ওরা বেশ চিন্তিত। আতঙ্ক তৈরি করতে এমন হামলা হয়েছে।”
|
বেআইনি গর্ভপাত করানোর দায়ে ৫ বছর দণ্ড হল জামালদহ হাসপাতালে প্রাক্তন চিকিৎসকের। বৃহস্পতিবার জেলা আদালতের ফাস্ট ট্রাক সেকেন্ড কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক স্মরজিৎ মজুমদার ওই রায় দিয়েছেন। ওই ঘটনায় কিশোরীর প্রেমিক প্রেমানন্দ ব্রজবাসী এবং তাঁর পিসি যশোমতী দেবীকেও আদালত পাঁচ ও দু’বছরের কারাদণ্ড দিয়েছেন। মেখলিগঞ্জ থানার উছলপুখুরির প্রেমানন্দের সঙ্গে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকার দীপালি রায় নামে এক কিশোরীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দীপালি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমানন্দ ও তার পিসি দীপালিকে গর্ভপাত করাতে নিয়ে যান। ২০০৬ সালের ১১ জানুয়ারি জামালদহ হাসপাতালের চিকিৎসক পঙ্কজ বিশ্বাস এলাকার একটি বাড়িতে ওই গর্ভপাত করান। সেখানেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দীপালির মৃত্যু হয়। ২০০৬-এর ১২ জানুয়ারি মেখলিগঞ্জ থানায় মৃতার দাদা হরকুমার রায় অভিযোগ করেন। তার ভিত্তিতেই মামলা রুজু হয়। সরকারী কৌঁসুলি অশোক ঘোষ বলেন, “চিকিৎসক ও প্রেমানন্দ দু’জনেরই ৫ বছর কারাদন্ড হয়েছে। যশোমতী দেবীর ২ বছর।”
|
রাতে ট্রান্সফর্মার বিকল হয়ে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় তা পাল্টানোর দাবিতে ৪ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার মালদহের রতুয়ার মির্জাতপুরে রতুয়া-মালদহ রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। পরে এলাকায় যান রতুয়ার ওসি সুমন্ত বিশ্বাস। তিনিই দফতরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। দুপুর দেড়টায় অবরোধ উঠলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বণ্টন কোম্পানির নর্থ মালদহের ডিভিশনাল ম্যানেজার বরুণ বিশ্বাস বলেন, “ট্রান্সফর্মার পুড়ে বিপাকে দু’হাজারেরও বেশি গ্রাহক। গিয়েছে। দ্রুত যাতে ওখানে সমস্যা মেটে তা দেখা হচ্ছে।” |