স্নাতক স্তরে সরাসরি ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। বিক্ষোভে সামিল হন স্নাতক স্তরে ভর্তির আবেদনকারী পড়ুয়াদের একাংশও। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ চত্বরে। ছাত্র পরিষদ সমর্থকরা দীর্ঘক্ষণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে যে সমস্ত পড়ুয়া কলা বিভাগে ৬৫ শতাংশ ও বিজ্ঞান বিভাগে ৭৫ শতাংশের ওপর নম্বর পেয়েছেন তাঁদের এদিন থেকে সরাসরি ভর্তি প্রক্রিয়া শুরু করেন কলেজ কর্তৃপক্ষ। ২০ জুন পর্যন্ত সরাসরি ভর্তি প্রক্রিয়া চলবে। বিক্ষোভের জেরে আজ, শুক্রবার ভর্তি প্রক্রিয়া সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ বলেন, “কলেজ কর্তৃপক্ষ সরকারি নিয়ম মেনেই সরাসরি ভর্তি প্রক্রিয়া শুরু করে। কিছু বহিরাগত এদিন মিথ্যা অভিযোগ তুলে কলেজে বিশৃঙ্খলা ছড়ায়। বিষয়টি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উত্তর দিনাজপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি। কলেজের পরিবেশ স্বাভাবিক না থাকায় শুক্রবার ভর্তি প্রক্রিয়া সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। কবে থেকে ফের ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে তা শুক্রবারই জেলাশাসকের সঙ্গে বৈঠক করে ঠিক করা হবে।” ছাত্র পরিষদ নেতা নব্যেন্দু ঘোষ বলেন, “গত ৭ মে থেকে স্নাতক স্তরে ভর্তির ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে ৬৫ শতাংশ ও বিজ্ঞান বিভাগে ৭৫ শতাংশ নম্বর পাওয়া কিছু পড়ুয়া ভুল করে আগেই ফর্ম পূরণ করে জমা দিয়ে দিয়েছিলেন। এদিন তাঁরা সরাসরি ভর্তির জন্য কলেজে হাজির হলে কলেজকে ফর্ম খুঁজে বার করে দেওয়ার অনুরোধ করি। তাঁরা আমাদের অনুরোধ শোনেননি। উল্টে কিছু পড়ুয়াকে অতিরিক্ত সুযোগ দিয়ে লাইনে না দাঁড় করিয়ে ভর্তি নেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের এসব অনিয়মের প্রতিবাদ জানাই।” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কলেজে পরিবেশ স্বাভাবিক করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” |