|
আনন্দবাজারের
প্রতিবেদনের জের |
|
গত ২৮ মে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। নানা দাবি-দাওয়া, প্রাপ্তি-প্রত্যাশার বিষয় ওঠে সেই আলোচনায়। সেখানেই অংশগ্রহণকারী পাঠকদের তরফে জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে সন্ধ্যার পরে সরকারি বাস চালানোর আর্জি জানানো হয়। মন্ত্রী তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ১২ দিনের মাথায় ৯ জুন থেকে জলপাইগুড়ি বাস টার্মিনাস থেকে সন্ধ্যা সওয়া ৭টায় শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার একটি বাস চালানো শুরু করেছে এনবিএসটিসি। |
|
ছবি: সন্দীপ পাল। |
মঙ্গলবার সন্ধ্যার পরে ওই বাসটি জলপাইগুড়ি ডিপো থেকে ছাড়তে দেখেছি। এত দ্রুত মন্ত্রী পদক্ষেপ করবেন তা ভাবতে পারিনি।
শ্বেতা সরখেল, সংস্কৃতি কর্মী, জলপাইগুড়ি
|
মন্ত্রী কথা রেখেছেন। আমরা ভীষণ খুশি। জলপাইগুড়িবাসী খুবই উপকৃত হবেন। গৌতম বাবুকে অসংখ্য ধন্যবাদ।
মণিদীপা নন্দী বিশ্বাস, শিক্ষিকা, জলপাইগুড়ি
|
মন্ত্রী উবাচ |
“সন্ধ্যার পরে জলপাইগুড়ি থেকে বাস চালানোর আর্জি শুনে সঙ্গে সঙ্গেই এনবিএসটিসির শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার উত্তম গণকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিই। উনি চটজলদি সমীক্ষা করে দেখেন, বাস চালানো হলে তাতে লোকসান হওয়ার কথা নয়। তার পরেই বাসটি চালু করার নির্দেশ দিই।” |
|