|
|
|
|
চালু হয়নি বাসস্ট্যান্ড, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিন মাসেরও বেশি সময় কেটে গেলেও হলদিবাড়ি বাসস্ট্যান্ড চালু হয়নি। সেই কারণে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাস স্ট্যান্ড লাগোয়া তিনটি এলাকায় পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার হলদিবাড়ি-জলপাইগুড়ি সড়ক, দেশবন্ধুনগর, অশোকনগর এলাকায় একযোগে অবরোধ শুরু হয়। বাসিন্দাদের দাবি, দ্রুত বাস স্ট্যান্ড চালু করতে হবে। উদ্বোধনের পরেও অব্যবহৃত থেকে যাওয়ায় একদিকে যেমন বাস স্ট্যান্ড থেকে লাইট, ফ্যান সহ দামি সামগ্রী চুরি হতে শুরু করেছে। তেমনিই দুপুর থেকেই শুনশান বাস স্ট্যান্ডে সমাজবিরোধীদের আড্ডা বসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বাস স্ট্যান্ড চালুর দাবিতে দীর্ঘ সময় ধরে অবরোধ চলার পরে পুরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “উদ্বোধনের পর থেকেই আমরা স্ট্যান্ড চালু করতে চাইছি। বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে নানা দাবি করায় জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দাদের ক্ষোভ যুক্তিসঙ্গত। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুরসভা বৈঠক করেছে।. দ্রুত স্ট্যান্ড চালু করা হবে।” এলাকার বাসিন্দা বিকাশ মালাকার বলেন, “পুলিশের আশ্বাসে এদিনের অবরোধ তুলে নেওয়া হয়েছে। বাসস্ট্যান্ড চালু করতে সাতদিন সময় চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাস স্ট্যান্ড চালু না হলে দীর্ঘস্থায়ী আন্দোলন হবে।” এদিন সকাল থেকে অবরোধ চলতে থাকায় জলপাইগুড়ির সঙ্গে হলদিবাড়ির যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। পান্ডাপাড়ার হলদিবাড়ি বাস স্ট্যান্ড লাগোয়া চার জায়গায় অবরোধ হয়। ফলে পান্ডাপাড়া, বউবাজার, তিন নম্বর ঘুমটি জুড়েই যানজট হয়। সেই যানজট শহরের অন্য অংশেও ছড়িয়ে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসজেডিএ পান্ডাপাড়ায় হলদিবাড়ি বাস স্ট্যান্ডের উদ্বোধন করে। উদ্বোধনের সময় মাধ্যমিক পরীক্ষা চলতে থাকায় পুরসভা ও প্রশাসন জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে বাস স্ট্যান্ডটি চালু হবে। তার পরে পুরসভার তরফে একাধিকবার বাস চালুর উদ্যোগী হলেও ফল মেলেনি বলে অভিযোগ। বাস মালিকদের সংগঠন নর্থবেঙ্গল মোটর ট্রান্সপোর্ট আসোসিয়েশনের সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, “শুধু হলদিবাড়িগামী বাস নয়, ছোট গাড়িগুলিকেও নতুন বাস স্ট্যান্ড থেকে ছাড়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের বসার জায়গা সহ অনান্য যাত্রী স্বাচ্ছ্যন্দের ব্যবস্থা করার পরে পুরসভা বা প্রশাসন আমাদের বললেই স্ট্যান্ড থেকে বাস চালু হবে।” জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি কোকিল চন্দ্র রায় জানান, অবরোধে যানজট হলেও পুরসবার আশ্বাসে পরিস্থিতি আয়ত্বে এসেছে। |
|
|
|
|
|