|
|
|
|
সম্প্রসারণে সমীক্ষা শুরু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সার্ক রোডের সমীক্ষা নিয়ে সর্বদল বৈঠককে ঘিরে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে নকশালবাড়ি ব্লকে। বুধবার নকশালবাড়ি বিডিও অফিসে ওই সর্বদল বৈঠক হয়। বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। সেখানে জানানো হয়, পানিট্যাঙ্কি-বাগডোগরা ৪০ মিটার রাস্তা চওড়া হবে। তারই হালহকিকত সমীক্ষা করা হবে। সমীক্ষার কাজ শুরু হবে সোমবার থেকে। ৪০ মিটার রাস্তা চওড়া হলে রথখোলা মোড়, স্কুলডাঙি, হাতিঘিষা, অটল বাজার এলাকায় দোকানপাট সরাতে হবে। কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে উচ্ছেদ করতে হলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়। পাশাপাশি, সমীক্ষার কাজে যাতে বাধা না-আসে সেই ব্যাপারেও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। সিপিএমের মাধব সরকার বলেন, “এমন বহু লোক রয়েছেন যাঁরা ওই ছোট দোকানের উপরে নির্ভর করী জীবিকা নির্বাহ করেন। রাস্তা চওড়া করার সময়ে তাঁদের কথা ভুলে গেলে চুপ করে বসে থাকব না।” সিপিএমের পক্ষ থেকে ওই এলাকার ব্যবসায়ীদের নিয়ে উচ্ছেদ বিরোধী কমিটি গঠন করা হয়েছে। বিডিও সুব্রত মণ্ডল অবশ্য জানিয়েছেন, এখন স্রেফ সমীক্ষা হবে। সমীক্ষার রিপোর্ট তৈরির পরে অর্থ বরাদ্দ এবং অন্যান্য পদক্ষেপ করা হবে। তিনি দাবি করেন, “সমীক্ষার কাজে কোনও বাধা যাতে না-আসে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরাও বৈঠকে সকলের সহযোগিতা চেয়েছি।” ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নেপালের সঙ্গে ফুলবাড়ির বাণিজ্যের সুবিধার জন্যই পানিট্যাঙ্কি থেকে নকশালবাড়ি-বাগডোগরা-মেডিক্যাল মোড় হয়ে ওই সড়ক তৈরি করা হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। পানিট্যাঙ্কি থেকে খড়িবাড়ি-ঘোষপুকুর হয়ে ওই সড়ক তৈরির বিকল্প ভাবনাও রয়েছে। পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-ঘোষপুকুর রুটে রাস্তা তৈরির সমীক্ষা বছর তিনেক আগেই হয়ে গিয়েছে। এ বার নকশালবাড়ি-বাগডোগরা সড়কে সমীক্ষা করা হবে। নকশলাবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা সুনীল ঘোষ বলেন, “সরকারি জমিতে জবরদখল হলে জায়গা ছাড়তেই হবে। তবে ছোট দোকানদারদের যাতে জীবিকা হারাতে না-হয় সেজন্য দলের পক্ষ থেকে সর্বদল বৈঠকে বলা হয়।” |
|
|
|
|
|