নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত জেলাশাসককে তাঁর দফতরের ভিতরে নিগৃহীত করার অভিযোগে এক লরি মালিক ও চালককে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক দিলীপকুমার ঘোষকে নিগ্রহ করার অভিযোগ ওঠে বলরামপুরের মুরারি নিয়োগী ও তরণী মাহাতোর বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁদের পুরুলিয়া আদালত ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেয়। বালি পরিবহণের বৈধ কাগজ না থাকার অভিযোগে বুধবার কংসাবতী নদীর তেলেডি ঘাট থেকে ওই দু’জনকে ধরে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীরা দিলীপবাবুর অফিসে নিয়ে যান। দিলীপবাবুর অভিযোগ, “কাগজপত্র দেখতে চাওয়া নিয়ে তর্ক করে লরির মালিক আমাকে লক্ষ্য করে হাত চালান। দেহরক্ষী ঝাঁপিয়ে পড়ে তাঁকে আটকান। আমি ও দেহরক্ষী দু’জনেই আঘাত পাই। পুলিশকে খবর দেওয়া হয়।”
|
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
ব্লক অফিসে তাণ্ডবের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বরাবাজার ব্লক তৃণমূলের ডাকে শহরে মিছিল ও পথসভা হয়েছে। স্মারকলিপি দিতে এসে বরাবাজার ব্লক অফিসে মঙ্গলবার তাণ্ডব চালান দেশোয়ালি মাঝি সম্প্রদায়েরশতাধিক লোকজন। ভাঙচুরের পাশাপাশি অফিসের প্রতিটি ঘরে আগুন লাগানো, কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগও ছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাত অবধি ৭৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের ১৪ দিন জেল হেফাজত হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “দেশোয়ালি মাঝিদের দাবির প্রতি আমাদের সহানুভূতি আছে।”
|
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ট্রাক ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। আহত হলেন ৩ জন। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর থানার গোপীনাথপুরের কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয় নন্দুয়াড়া গ্রামের ওমপ্রকাশ কর্মকার (৪২) ও সাঁতুড়ি থানার হাসডিমা গ্রামের বুধন মাহালি-র (৪০)। তাঁরা ডাম্পারে ছিলেন। জখম ৩ জনকে রঘুনাথপুর হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তর করা হয়।
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। বুধবার বিকেলে পুরুলিয়া মফস্সল থানার ঘঙা গ্রামে ভাদরি মাহালি (৫৫) ও ওই থানার বালিগাড়া গ্রামের পশুপতি মাহাতো (৩০) বাজ পড়ে মারা যান। ভাদরির পাশের বাড়িতে আগুন লাগলে পুরুলিয়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।
|
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত গণেশ সাধুকে বৃহস্পতিবার রঘুনাথপুর আদালত তাকে ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেয়। শনিবার রঘুনাথপুর থানা এলাকার ঘটনা।
|
দুর্নীতির অভিযোগ তুলে গত সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বামফ্রন্ট পরিচালিত রাউতখণ্ড পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় তৃণমূল। পরে তারা পঞ্চায়েত প্রধানের হাতে একটি স্মারকলিপিও দেয়। |