টুকরো খবর |
রাস্তার কাজে ক্ষতি পাইপে, জল-সঙ্কট
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাস্তার কাজ করার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জলের পাইপ। আর তার জেরে দেশ্রপাণ ও কাঁথি ৩ ব্লকের বিস্তীর্ণ এলাকায় তীব্র জল-সঙ্কট দেখা দিয়েছে।
দেশপ্রাণ ব্লকের সরদাগ্রাম থেকে আবাসবেড়িয়া পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। কাজ চলাকালীন প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার ধারে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জল সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশপ্রাণ ব্লকের সরদা, কাজলা, হিঞ্চি, পারুলিয়া ও কাঁথি ৩ ব্লকের দুরমুঠ এলাকায় পানীয় জলের আকাল দেখা দিয়েছে বলে জানান দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা। এলাকার হাজার তিরিশেক মানুষের ভরসা পুকুরের জল। তীব্র গরমে পুকুরের জলস্তর নেমে গিয়েছে। সব মিলিয়ে ভোগান্তির অন্ত নেই। নতুন পাইপ লাইন না বসালে জল সরবরাহ সম্ভব নয় বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন নিজেও এই এলাকার বাসিন্দা। তিনি জানান, নতুন পাইপলাইন বসানোর জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর জেলা পরিষদের কাছে ২২ লক্ষ ৪৮ হাজার টাকা চেয়েছে। কিন্তু ওই পরিমাণ টাকা দিতে পারবে না জেলা পরিষদ। জনস্বাস্থ্য কারিগরি দফতর-ই যাতে গোটা টাকার কাজ করে দেয় সে জন্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে বৃহস্পতিবার জরুরি চিঠি পাঠানো হয়েছে বলে জানান সহ-সভাধিপতি।
|
কলেজ হস্টেলে ছাত্রদের ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হস্টেলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল ‘হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’র কিছু ছাত্রের বিরুদ্ধে। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত এই কলেজে চতুর্থ বর্ষের পড়ুয়াদের পরীক্ষার শেষ দিন ছিল বুধবার। বৃহস্পতিবারের মধ্যে যাতে চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা হস্টেল ছেড়ে দেয়, সেই বিজ্ঞপ্তি আগেই দিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। সেই মতো এ দিন দুপুরে হস্টেল বন্ধ করে দিলে কিছু ছাত্র ‘ডারউইন হল অফ রেসিডেন্স’ নামের ওই হস্টেলে জলের পাইপ ও বেশ কিছু জানলার কাচ ভাঙচুর করে। জানা গিয়েছে, এ দিন যারা ভাঙচুর চালিয়েছে, তাদের অনেকেই ক্যাম্পাসিংয়ে চাকরি পায়নি। তা ছাড়া, অনেকের বাড়িই দূরে। পরে অবশ্য কলেজ কর্তৃপক্ষের কথা মেনে ক্ষুব্ধ ছাত্রেরাও হস্টেল ছেড়ে দেয়। কলেজের ডিরেক্টর অভীককুমার মুখোপাধ্যায় বলেন, “এটা একটা ছোট ঘটনা। তেমন ভাঙচুর হয়নি। এর জন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।”
|
পূর্বের পঞ্চায়েতে ‘গার্জেন অফিসার’
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প রূপায়ণে পরামর্শ দেওয়ার জন্য ‘গার্জেন অফিসার’ নিয়োগ করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একই ভাবে ‘গার্জেন জনপ্রতিনিধি’ নিয়োগ করছে জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদের উন্নয়ন পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েত স্তরে গ্রামোন্নয়ন প্রকল্পের কাজ ঠিক ভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের ‘গার্জেন অফিসার’ হিসাবে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। একই ভাবে জেলার ১৬ জন বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি-সহ ৯ জন কর্মাধক্ষ্যকে ‘গার্জেন জনপ্রতিনিধি’ হিসাবে বিভিন্ন পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। সভাধিপতি গান্ধী হাজরা জানান, গ্রামোন্নয়ন প্রকল্পের কাজে গতি ও স্বচ্ছতা আনতে এই উদ্যোগ।
|
যোগ প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি ও খড়্গপুর |
জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে যোগ প্রশিক্ষণ শিবির করল পুলিশ। স্থানীয় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় মারিশদা থানা আয়োজিত ৭ দিন ব্যাপী এই শিবিরের শেষ দিন ছিল বৃহস্পতি। ছিলেন মারিশদা থানার ওসি চম্পক রায়চৌধুরী, গৌরীয় মঠের ভাগবৎমহারাজ ও যোগ প্রশিক্ষক অশোক সাহু। এ দিকে, খড়্গপুরের একটি প্রযুক্তি-শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গলমহলের ৪০ জন পড়ুয়ার নিখরচায় প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে সিআরপি। ঝাড়গ্রাম ও নয়াগ্রামের বাসিন্দা ওই ছাত্রদের কোর্স ফি, থাকা-খাওয়া-সহ যাবতীয় খরচ বহন করবে সিআরপি।
|
প্রৌঢ়ের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নদীর তীর থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের দেহ। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার দক্ষিণ বৃন্দাবনচক গ্রামের ওল্ড কাঁসাই নদীর ধার থেকে দেহটি উদ্ধার হয়। এ দিন সকালে গ্রামবাসীরা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
কৃতী-সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম শহরের স্কুলগুলির কৃতীদের সংবর্ধনা দিল পুরসভা। বুধবার দুপুরে পুরভবন-লাগোয়া নিমতলা-প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম সুস্মিতা হালদার-সহ ১৮ জন কৃতীকে উত্তরীয় ও উপহার দিয়ে সংবর্ধনা দেন পুর-কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন সাংসদ পুলিনবিহারী বাস্কে, পুরপ্রধান প্রদীপ সরকার, উপ-পুরপ্রধান প্রদীপ মৈত্র প্রমুখ ব্যক্তিত্ব।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুরের হজ যাত্রীদের প্রশিক্ষণ শিবির হল তমলুকের নিমতৌড়িতে। বৃহস্পতিবার তমলুক উন্নয়ন সমিতির ভবনে এই শিবিরে ২৫৯ জন হজ যাত্রী যোগ দেন। ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটির অধিকর্তা মতলেব আলি সরদার। |
|