গোল করার থেকে সুন্দর কিছুই হতে পারে না, ইতালির বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল করে এ রকমই বলছেন স্পেনীয় তারকা সেস ফাব্রেগাস। কোচ ভিসেন্তে দেল বস্কির নতুন ছকে গোলের জন্য স্পেন তাকিয়ে আদতে মিডফিল্ডার ফাব্রেগাসের দিকেই। ফাব্রেগাস আসলে খেলছেন সেন্টার ফরোয়ার্ডের পজিসনে। সেখানে খেলেই প্রথম ম্যাচে ইতালির বিরুদ্ধে গোল করেন ফাব্রেগাস। তার পর তিনি বলেছেন, “গোল করার থেকে সুন্দর আর কিছুই নেই।” চার বছর আগে ইউরোয় ফাব্রেগাস প্রতি ম্যাচে নামতেন বদলি হিসাবে। খেলতেন কখনও মাঝমাঠে, কখনও স্ট্রাইকার ফের্নান্দো তোরেসের সহকারী হিসাবে। সেই দলের কোচ লুইস আরাগোনেসই তাঁকে গোল চিনিয়েছিলেন বলে দাবি করছেন ফাব্রেগাস। “আরাগোনেস আমাকে বলেছিলেন, আমি নাকি গোলের জন্য ফাইনাল পাস বাড়ানোয় এত ব্যস্ত থাকতাম অনেক সময় নিজেই গোল করার সুযোগ হাতছাড়া করতাম। কোচ বলেছিলেন, গোল করলে তবেই লোকে মনে রাখবে। পাসের জন্য নয়,” বলেন ফাব্রেগাস। আরাগোনেসই তাঁর গোল করার দক্ষতা বাড়াতে সাহায্য করেছিলেন বলে মনে করেন এই বার্সোলোনার তারকা। তাঁর কথায়, “আরাগোনেস আমাকে উদ্বুদ্ধ করার জন্য বারবার ‘গোল’ শব্দটা উচ্চারণ করতেন। আর একবার গোল করতে শিখে গেলে প্রতি ম্যাচেই সেটা করার খিদে জন্মে যায়। ওই যে বললাম, ফুটবলে গোল করাটাই সবচেয়ে সুন্দর।” তবে এ বারের ইউরোয় ফাব্রেগাসকে প্রথম এগারোয় শুরু করতে দেল বস্কিকে নিজের দেশে ভালই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সে সব নিয়ে অবশ্য ফাব্রেগাস মাথা ঘামাচ্ছেন না। আপাতত আরও গোলের স্বপ্নে বুঁদ তিনি।
|
একে ফর্ম খারাপ, সঙ্গে আবার বিতর্ক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যেন শান্তি নেই! গোলকিপারকে ‘ওয়ান টু ওয়ান’ পেয়েও গোল করতে পারছেন না। তার উপর আবার লড়তে হচ্ছে ‘অদৃশ্য’ এক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। যিনি ইউরোতে না থেকেও প্রবল ভাবে আছেন। ডেনমার্ক ম্যাচে রোনাল্ডোর পায়ে বল পড়লেই গ্যালারিতে যাঁর নামে জয়ধ্বনি উঠেছে। আর রোনাল্ডো? তিতিবিরক্ত, ক্ষিপ্ত। এতটাই যে ড্যানিশ সমর্থকদের কটূক্তির উত্তর দিতে দু’বার ভাবছেন না। প্রতিপক্ষের নামটা আন্দাজ করা গেল? উনি, লিওনেল মেসি! যাঁর নাম শুনলে এখন তেলেবেগুনে জ্বলে উঠছেন ‘সি আর সেভেন’। ঘটনার সূত্রপাত, বুধবার রাতে। পর্তুগিজ মহাতারকার পায়ে বল পড়লেই ড্যানিশ সমর্থকরা চেঁচিয়ে উঠছিলেন, ‘মেসি..মেসি’ বলে। কারণ কিছুই না, পড়তি ফর্মের রোনাল্ডোর ‘ফোকাস’ আরও কিছুটা নড়িয়ে দেওয়া। যাতে মহানায়ক নিজে বেকায়দায় পড়েন, টিমও ডোবে। এমনিতেই সময় ভাল চলছে না রোনাল্ডোর। বুধবার রাতে গোলের দু-দু’টো সহজ সুযোগ হেলায় নষ্ট করেছেন। গোলকিপারকে ফাঁকায় পেয়ে মেরেছেন বাইরে। অহেতুক হলুদ কার্ড দেখেছেন। তার উপর মেসির সঙ্গে তুলনা টেনে বিদ্রুপ। এত পর্যন্ত তবু ঠিক ছিল। কিন্তু ম্যাচের পর মেসি-র নাম করে গ্যালারির বিদ্রুপের প্রসঙ্গ তুলে ধরতেই আগুনে ঘৃতাহুতি। রীতিমতো মেজাজ হারিয়ে রোনাল্ডো বলতে থাকেন, “গত বছর এই সময় মেসি কী অবস্থায় ছিল? আপনারা সে সবের খোঁজ রাখেন? কোপা আমেরিকা থেকে ছিটকে গিয়েছিল ওর দেশ। আর সেটাও আর্জেন্তিনার মাটিতে। সেটা আরও বেশি খারাপ, তাই না?” নিজে গোল না পেলেও রোনাল্ডো যুক্তি দিচ্ছেন, “আমি গোল পেলাম কি পেলাম না, কিছু এসে যায় না। দেশ যদি ইউরো জেতে আর আমি যদি একটাও গোল না পাই, কিছু যাবে আসবে না।” এই ঘটনার পরে আর্জেন্তিনায় কড়া সমালোচনা হয়েছে রোনাল্ডোর। |