টুকরো খবর
সাঁতারে চার পদক জিতল কালনার মেয়ে
জুনিয়র, সাব জুনিয়র স্টেট অ্যাকোয়াটিক সাঁতার প্রতিযোগিতায় চারটি পদক পেল কালনা শহরের বাসিন্দা সায়নী দাস। সম্প্রতি কলকাতার রবীন্দ্র সরোবরে আয়োজিত হয় ওই প্রতিযোগিতা। ৫টি বিভাগে অংশ নিয়ে সে ৪টিতেই পদক জিতে নিয়েছে। তাঁর বাবা রাধেশ্যাম দাস জানান, ২০০ মিটার ফ্রি স্টাইলে সোনা ও ৮০০ মিটার ফ্রি স্টাইলে রূপো জিতেছে সায়নী। এছাড়াও আরও দু’টি বিভাগের প্রতিটিতে সায়নী ব্রোঞ্জ পদক জিতেছে সে। কালনার অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের তরফে ৬ জন প্রতিযোগী ওই প্রতিযোগিতাতে অংশ নেয়। প্রত্যেকেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অবধি পৌঁছলেও পদক পায় একমাত্র সায়নী। রাধেশ্যামবাবু জানান, চলতি বছরের জুলাইতে জাতীয় স্তরের ওই প্রতিযোগিতা হবে চেন্নাইতে। সেখানে ২০০ মিটার ফ্রি স্টাইলে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে সায়নী। রাধেশ্যামবাবুর দাবি, আপাতত শহরেরই নীচু জাপট এলাকার একটি পুকুরে অনুশীলন করছে তার মেয়ে। রিষড়ার এক প্রশিক্ষকের তত্ত্বাবধানেই চলছে অনুশীলন। তাঁর আশা, জাতীয় স্তরেও হতাশ করবে না মেয়ে।

জেলা ক্রীড়া সংস্থা ভাঙায় স্থগিতাদেশ
রাজ্যের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ভাঙার ক্ষেত্রে ধাক্কা খেল রাজ্য ক্রীড়া দফতর। সব জেলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়ার সরকারি নির্দেশ স্থগিত করল কলকাতা হাইকোর্ট। সরকারি ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে উত্তর দিনাজপুর ও হুগলি জেলা ক্রীড়া সংস্থা কলকাতা হাইকোর্টে মামলা করে। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত ওই নির্দেশের ওপর অর্ন্তবর্তী স্থগিতাদেশ দেন। আবেদনকারীদের বক্তব্য শুনে তাঁর মনে হয়েছে আপাতগ্রাহ্য ভাবে সরকারি ওই নির্দেশ অযৌক্তিক। ওই সরকারি নির্দেশ ১৮৬১ সালের সোসাইটি রেজিষ্ট্রেশন অ্যাক্টের ২৩ ধারার বিরোধী। মামলা শেষ না হওয়া পর্যন্ত সোসাইটির কাজে কোনও হস্তক্ষেপ করা যাবে না। শুক্রবার ফের মামলার শুনানি হবে। আবেদনকারীদের বক্তব্য ছিল, গত জানুয়ারিতে ক্রীড়ামন্ত্রী রায়গঞ্জে যান। সেখানে তিনি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। কী ভাবে কাজকর্মে গতি আনা যায় তা নিয়েও আলোচনা করেন। পরে হঠাৎ ঘোষণা করেন, জেলা সংস্থা ভাঙা হবে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, “সোসাইটির কর্মকর্তারা নির্বাচিত। সরকারি নির্দেশে সোসাইটি ভেঙে দেওয়া যায় না।” শেষ পর্যন্ত রাজ্য ক্রীড়া মন্ত্রীর সিদ্ধান্ত আটকে যাওয়ায় রাজ্য জুড়ে বিভিন্ন ক্রীড়া সংস্থায় উল্লাসের হাওয়া। তাঁরা কড়া সমালোচনা করেন রাজ্যের সিদ্ধান্তের।

ভারতের ডাচ কোচ দিল্লিতে
ভারতের ভাবী কোচ উইম কোয়েভারম্যান্স আজ দিল্লিতে পৌঁছেই ফুটবল হাউসে কর্তাদের সঙ্গে আলোচনায় বসলেন। বিভিন্ন দফতরে খোঁজ নিলেন ভারতীয় ফুটবলের কাঠামো নিয়ে। সাড়ে ছয় ফিট লম্বা ডাচ ভদ্রলোক ইউরো চ্যাম্পিয়ন দলের সদস্য। খুলিট-বাস্তেনদের সঙ্গে খেলেছেন। কোনও কথা বলতে চাননি। বলবেন কাল শুক্রবার, ফেডারেশন কার্যকরী বৈঠকে সভায় নিজের ‘প্রেজেনটেশন’ দেওয়ার পরে। এ দিনই তিনি ভারতীয় দলে ভিডিও অ্যানালিস্ট ও কিটম্যান চেয়েছেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফের ভারতে ফিরবেন। মাঝে ভারতের অনূর্ধ্ব-২২ এশিয়ান কাপ দেখবেন মাসকটে গিয়ে। সূত্রের খবর, তাঁকে দু’বছরের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বব হাউটনকে কোচ চায় হংকং
ভারতের প্রাক্তন কোচ বব হাউটনকে কোচ হিসেবে চাইছে হংকং। তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছে হংকং জাতীয় সংস্থা। ভারতের কোচিং ছেড়ে হাউটন এতদিন ছিলেন বেকার। কোথাও কোচিং করাননি।

সেমিফাইনালে ইস্টবেঙ্গল
পি সেন সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল, টাউন। অরিন্দম দাসের (৯৯) দাপটে ইস্টবেঙ্গল (২৫০-৩) হারাল ভবানীপুর কে (২৪৮-৫)। টাউন হারাল স্পোর্টিংকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.