শেভচেঙ্কোকে ভয় ফ্রান্সের, ইংল্যান্ডের চিন্তায় আবহাওয়া
ংল্যান্ডের সঙ্গে ড্র করায় কিছুটা অপ্রত্যাশিত চাপে একটা দল। অন্য দলটা আন্দ্রি শেভচেঙ্কো নামের ভিটামিনের গুনে টগবগ করছে সুইডেনকে হারিয়ে। শুক্রবার দোনেৎস্কে গ্রুপ ডি-র ফ্রান্স বনাম ইউক্রেনের আগে দুই শিবিরের ছবিটা মোটামুটি এই রকম। অন্য দিকে, জ্লাটান ইব্রাহিমোভিচদের থেকেও ইংল্যান্ড কোচ রয় হজসনকে বেশি ভাবাচ্ছে ইউক্রেনের অবহাওয়া! আবহাওয়ার খামখেয়ালি মেজাজে সুইডেন ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে প্র্যাক্টিস বন্ধ রাখতে হল ইংল্যান্ডকে!
দানস্কে তাপপ্রবাহ সামলে ফ্রান্স ম্যাচ খেলে ক্রাকোয় পৌঁছে স্টিভন জেরাররা দেখেন, তুমুল বৃষ্টি। দানস্কের চেয়ে তাপমাত্রা এগারো ডিগ্রি কম। শুক্রবার আবার সুইডেনের বিরুদ্ধে নামতে হবে কিয়েভে, যেখানে তাপমাত্রা ক্রাকো-র চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। চোট-আঘাতে টিম একেই সমস্যায়। ভাইরাল জ্বরে কাবু মার্টিন কেলি তবু শুরুর দিকে ক্যামেরার সামনে এলেন। কিন্তু বাকি টিমকে স্টেডিয়াম ছাড়ল প্র্যাক্টিস না করেই। “খুব সতর্ক থাকতে হবে ইউক্রেনের বিরুদ্ধে নামার আগে। শুধু স্টিভন জেরার বা স্কট পার্কার নয়, দেখতে হবে বাকিরাও যাতে কেউ অসুস্থ বা চোট আঘাত না পেয়ে বসে।,” আতঙ্কিত হজসন।
দুই তুরুপের তাস: ইংল্যান্ড অধিনায়ক জেরার ও ইউক্রেনের শেভচেঙ্কো।
দুশ্চিন্তায় ফরাসি কোচ লরা ব্লাঁ-ও। ঘরের মাঠে শেভচেঙ্কোর নেতৃত্বে পুনরুজ্জীবিত ইউক্রেন লে ব্লুজ-এর টানা বাইশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে বড় আঘাত হানতে পারে, মেনে নিচ্ছেন ব্লা।ঁ ১৯৯৮-এ ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে জিনেদিন জিদানের সতীর্থ থাকা ব্লাঁ কোথাও একটা শেভচেঙ্কের মধ্যে জিদানের ছায়া পাচ্ছেন। বলেছেন, “শেভা গোটা দেশকে স্বপ্ন দেখাচ্ছে। টুর্নামেন্টের আগে ওর ফিটনেস আর ফর্ম নিয়ে যত সমালোচনা, সবের জবাব মাঠে দিল। বড় প্লেয়াররা বড় মঞ্চে জ্বলে ওঠে। ওর জন্য গোটা দলটা চেগে গিয়েছে।”
‘শেভা’ নিজের দলকে সতর্ক করে বলেছেন, “আমাদের সামনে শেষ আটে যাওয়ার খুব ভাল সুযোগ। একটা ম্যাচ জিতে উন্মাদনায় ভেসে গেলে চলবে না।” ইংল্যান্ড ম্যাচে হেডে গোল খেতে হয়েছিল ফ্রান্সকে। সুইডেন ম্যাচে শেভচেঙ্কোর দু’টো গোলও হেডেই। রণকৌশল সাজানোর আগে সেটা ব্লাঁ মাথায় রাখছেন। শুক্রবারের ম্যাচের আগে পুরো ফিট ইয়ান এম’ভিলা। মাঝমাঠে তাঁকে পেলে রিবেরি-বেঞ্জিমা-নাসরি খোলা মনে আক্রমণে উঠতে পারবেন বলে ধরা হচ্ছে।
হজসন আবার সুইডেনের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতার ভিত্তিতে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। স্কট পার্কারের জায়গায় জোহান হেন্ডারসনকে টিমে আনার কথা। বিপক্ষ সুইডেন এমনিতেই ইউক্রেনের কাছে ১-২ হেরে বেহাল দশায়। যা দেখে ইংল্যান্ড কোচ বলেছেন, “ম্যাচটা ড্র হলেই সব ঠিক থাকত। ইউক্রেনের বিরুদ্ধে আমাদের ভাল কিছু করে দেখাতেই হবে। আর তার আগে যদি সুইডেনকে হারানো যায়, তা হলে চাপ বাড়বে ইউক্রেনের।’’ ইব্রাহিমোভিচকে আটকানোর ছকও তৈরি। হজসন বলেছেন, “সুইডেন নিয়ে কথা বলতে হলে তো ইব্রাহিমোভিচ নিয়েই কথা বলতেই হবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.