|
|
|
|
হিজলি কলেজে সরব ছাত্র পরিষদ |
অনুমতি ছাড়া ৩ ছাত্রকে ঢুকতে নিষেধ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি ছাড়া খড়্গপুরের হিজলি কলেজে ৩ ছাত্রকে ঢুকতে নিষেধ করা হল। প্রতিবাদে বৃহস্পতিবার কলেজে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ (সিপি)। তাদের বক্তব্য, তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) মদতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। ক’দিন আগে ফর্ম বিলিকে কেন্দ্র করে হিজলি কলেজে উত্তেজনা ছড়ায়। সিপি’র কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন টিএমসিপি’র কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের ৮ জন জখম হন। সিপি’র বক্তব্য, বৃহস্পতিবার একটি নোটিস জারি করে বলা হয়েছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি ছাড়া সুদীপ্ত আচার্য, বঙ্কিম আদিত্য ও বিজয় আদিত্য নামে ৩ ছাত্র কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। এঁরা ৩ জনই সিপি সংগঠনেরই কর্মী। হিজলি কলেজের ছাত্র সংসদও সিপি’র দখলে। যাঁদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ করেছেন, তাঁদের মধ্যে সুদীপ্ত সংসদের সভাপতি, বঙ্কিম সহ-সভাপতি এবং বিজয় সাধারণ সদস্য। সিপি’র জেলা সভাপতি মহম্মদ সইফলের বক্তব্য, “বিষয়টি জানতে পেরে আমি এ দিন অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কী জন্য এই পদক্ষেপ করা হল, তা জানতে চাই। কিন্তু অধ্যক্ষ জানান, তিনি আমার কাছে জবাব দিতে বাধ্য নন। এই সিদ্ধান্ত নাকি শৃঙ্খলারক্ষা কমিটির।” সইফুলের অভিযোগ, “টিএমসিপি’র মদতেই এই পদক্ষেপ করা হয়েছে। এটা অগণতান্ত্রিক।” এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে টিএমসিপি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবিকাশ জানার সঙ্গে চেষ্টা করেও অবশ্য যোগাযোগ করা যায়নি। তবে কলেজ পরিচালন সমিতির অন্যতম সদস্য শশাঙ্ক পাত্র বলেন, “কলেজে ঢুকে যেই অশান্তি করবে, তার বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। ভাঙচুর-হামলা বরদাস্ত করা হবে না।” |
|
|
|
|
|